এদিকে বঙ্গোপসাগর থেকে আগত পূবালী হাওয়ার প্রভাব ক্রমেই বাড়ছে। ফলত বাড়ছে তাপমাত্রাও।
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে আগামী তিন দিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।
তারপর বুধবার থেকে ফের পারদ নামবে। ফিরবে শীতের আমেজ।
আগামী রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।
আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে।
তবে বেলা বাড়তে তা পরিষ্কার হয়ে যাবে। তবে কোথাও সতর্কতা জারি নেই।
সোমবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
তুষারপাত হতে পারে দার্জিলিঙের একটি বা দুটি অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার অধিক প্রভাব লক্ষ্য করা যাবে।