সোমবার থেকে ভিজতে হবে বৃষ্টিতে! একধাক্কায় বাড়বে ঠাণ্ডার কাঁপুনি! জেনে নিন আবহাওয়ার আপডেট

Published : Jan 05, 2025, 08:34 PM ISTUpdated : Jan 06, 2025, 07:50 AM IST

দক্ষিণবঙ্গে খেল দেখাবে বৃষ্টি। সঙ্গে নাকি দোসর হবে শীত। সামনের সপ্তাহ থেকে বাংলায় ভোল বদলে যাবে আবহাওয়ার! কী বলছে পূর্বাভাস। রইল আবহাওয়ার আগাম আপডেট।

PREV
112

ওঠা-নামা করছে তাপমাত্রা। এই ঠান্ডা তো এই চড়ছে পারদ। সবমিলিয়ে জানুয়ারিতেও আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার সকলে।

212

রবিতে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) খানিকটা বেড়েছে তাপমাত্রা।

312

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে এক ধাক্কায় কমবে ঠান্ডার আমেজ। আরও কিছুটা বাড়বে তাপমাত্রা

412

থমকে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল হাওয়া আটকে রয়েছে।

512

এদিকে বঙ্গোপসাগর থেকে আগত পূবালী হাওয়ার প্রভাব ক্রমেই বাড়ছে। ফলত বাড়ছে তাপমাত্রাও।

612

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে আগামী তিন দিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।

712

তারপর বুধবার থেকে ফের পারদ নামবে। ফিরবে শীতের আমেজ।

812

আগামী রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।

912

আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে।

1012

তবে বেলা বাড়তে তা পরিষ্কার হয়ে যাবে। তবে কোথাও সতর্কতা জারি নেই।

1112

সোমবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

1212

তুষারপাত হতে পারে দার্জিলিঙের একটি বা দুটি অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার অধিক প্রভাব লক্ষ্য করা যাবে।

click me!

Recommended Stories