Weather News: বাড়তে পারে তাপমাত্রার পারদ, জেনে নিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলির আবহাওয়ার খবর

Published : Mar 04, 2024, 06:56 AM IST
weather update

সংক্ষিপ্ত

রাজ্যের সর্বত্র আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়।

Weather News: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাপমাত্রা। রাজ্যের সর্বত্র আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে। এই জেলাগুলিতেও মেঘলা থাকলেও তাপমাত্রা বাড়বে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।-

উত্তরবঙ্গেরও বৃষ্টির কোনও আশা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবার গোটা রাজ্যেই শুকনো আবহাওয়া ফিরবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?