Weather Report: বৈশাখী সন্ধ্যায় শহর জুড়ে কালবৈশাখী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি

ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরবাসী। বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর।

সন্ধ্যার মুখেই কালো মেঘে ঢাকল শহরের আকাশ। সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ প্রবল বৃষ্টি কলকাতা জুড়ে। পাশাপাশি তীব্র গতিতে বইতে থাকে ঝোড়ো হাওয়া। ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরবাসী। বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। তবে শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের একাদিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি থাকছে ঝড়ের দাপটও।

চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার থেকে শনিবার পর্যন্ত দুই বঙ্গেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ কিছুটা কম হলেও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর সোমবার থেকে ব্যাপক গরম বাড়বে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, মোকার প্রভাবে পশ্চিমবঙ্গেও মেঘ ঢুকেছে। এর ফলেই আপাতত কলকাতা সহ গোটা রাজ্যের তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে ‘মোকা’-র ল্যান্ডফলের পরই পশ্চিমবঙ্গের আকাশ থেকে মেঘ চলে যাবে। তখনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে থাকবে এবং রাজ্যের পশ্চিমাঞ্চল তাপপ্রবাহের কবলে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Latest Videos

আলিপুর সূত্রে জানা যাচ্ছে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ১৮ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পাল্লা দিয়ে বাড়বে ঝোড়ো হাওয়ার দাপটও। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হবে হাওয়ার গতিবেগ। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে ঝাড়গ্রামে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে সোমবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও।

 

Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today