ICSE ISC Result 2023: আইএসসি পরীক্ষার মেধাতালিকার শীর্ষে বাংলার দুই জেলার নাম, প্রথম স্থানে কলকাতার মেয়ে

ছোট থেকেই স্বপ্ন দেখেছিল সাইকোলজি নিয়ে পড়াশোনা করার। সেই স্বপ্নের পথে প্রথম ধাপ পার করল মান্যার।

Web Desk - ANB | Published : May 14, 2023 4:36 PM IST

আইএসসি পরীক্ষায় বাংলার জয় জয়কার। দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে রাজ্যের মুখ উজ্জ্বল করল কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যার। তাঁর প্রাপ্ত নম্বর ৩৯৯। ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান পেল কলকাতার মেয়ে। শুধু কলকাতা নয় আইএসসি পরীক্ষার প্রথম স্থানে নাম উঠল জলপাইগুড়ি জেলারও। মান্যার সমান নম্বর পেয়ে বাংলার আরও এক কৃতী ছাত্র শুভম আগরওয়াল। শুভম জলপাইগুড়ি জেলার ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের ছাত্র।

ছোট থেকেই স্বপ্ন দেখেছিল সাইকোলজি নিয়ে পড়াশোনা করার। সেই স্বপ্নের পথে প্রথম ধাপ পার করল মান্যার। আইএসসি পরীক্ষায় দূরন্ত রেজাল্টের পর এবার মনোবিজ্ঞান পড়তে বিদেশে পারি দিতে চায় সে। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত পরিবারও। মায়ের সঙ্গে কলকাতায় নিউ গড়িয়ায় ফ্ল্যাটে থাকে মান্যার। বাবা ও বোন আপাতত দিল্লিতে। রবিবার রেজাল্ট বেরোনোর পর থেকেই খুশির আমেজ মান্যারের কলকাতা ও দিল্লির বাড়িতে। আবেগপ্রবণ তাঁর মা-বাবাও।

 

 

নম্বরের নিরিখে এবার এগিয়ে মেয়েরা। ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রিয়া আগরওয়াল। দ্বিতীয় স্থানে রয়েছেন ইপ্সিতা ভট্টাচার্য। অন্যদিকে ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল রুশিল কুমার। পাশের গারের নিরিখেও দ্বাদশ ও দশম শ্রেণীতে এগিয়ে মেয়েরা। এবছর আইএসসি পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ৫১,৭৮১। যার মধ্যে পাশ করেছে ৯৫.৯৬ শতাংশ। অন্যদিকে আইএসসি পরীক্ষায় ছাত্রীর সংখ্যা ছিল ৪৬,৭২৪। যার মধ্যে পাশের হার ৯৮.০১ শতাংশ। আইসিএসই পরীক্ষায় বসেছিল ১,২৮,১৩১ জন ছাত্র। এরমধ্যে পাশ করেছে ৯৮.৭১ শতাংশ। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৯,৫০০ জন। যার মধ্যে পাশের হার ৯৯.২১ শতাংশ।

Share this article
click me!