শিয়ালদা থেকে হাওড়া পৌঁছনো যাবে মাত্র ১১ মিনিটে! স্বপ্নের এই মেট্রো রুটে কবে গড়াবে চাকা?

খুব তাড়াতাড়ি নাকি জুড়ে যাবে হাওড়া-শিয়ালদা মেট্রো! মাত্র ১১ মিনিটে পৌঁছে যাওয়া যাবে শিয়ালদহ থেকে হাওড়া। কবে আসবে সেই দিন? তারিখ জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Parna Sengupta | Published : Jan 15, 2025 4:35 PM
113

যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রো (Kolkata Metro) অবিরাম কাজ করে চলেছে। শিয়ালদহ থেকে সল্টলেক লাইন সংযুক্তি করণের জন্য জোর কদমে চলছে কাজ।

213

এমনকি একাধিক সম্প্রসারণের প্রজেক্টও আলোচনায় উঠে আসছে। তবে এরই মাঝে জানা গেল বিরাট নজির তৈরি করছে কলকাতা মেট্রো।

313

এবার গঙ্গার নিচে দিয়ে রেকর্ড টাইমে পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে শিয়ালদহ।

413

হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র ১১ মিনিটেই শিয়ালদহ থেকে হাওড়া ময়দানে পৌঁছে যেতে পারবেন আপনি।

513

রাস্তার জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে হলে মেট্রোই সেরা উপায়। এবার সেই পরিষেবাতেই নয়া রেকর্ড গড়ল কলকাতা মেট্রো কর্পোরেশন।

613

এরফলে নিত্য যাত্রীদের প্রতিদিনের যাতায়াতে অনেকটা সময় বাঁচবে। বিশেষজ্ঞদের মতে অ্যাডভান্স সিগন্যালিংয়ের কাজ শেষ হলে প্রতি ৫০ সেকেন্ডে শিয়ালদহ থেকে হাওড়া বাস পাওয়ার মত সুবিধা পাওয়া যাবে।

713

নতুন রেকর্ডের সাথেই আরেকটি খবর পাওয়া যাচ্ছে। নতুন এই করিডোরে অ্যাভান্সড কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম চালু করার কাজ চলছে।

813

ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। এর জন্য দেড় মাস মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার প্রস্তব দেওয়া হয়েছে।

913

কলকাতা মেট্রোয় CBTC সিগন্যাল এই প্রথমবার চালু করা হবে, যেটা সেফটি স্ট্যান্ডার্ডের সর্বোচ্চ মাত্রায় থাকবে। একই সাথে অটোমেটেড ট্রেন অপারেশন যুক্ত করার ফলে ভোল পাল্টে যাবে মেট্রো পরিষেবার এমনটাই মনে করা হচ্ছে।

1013

এরফলে একই রুটে রেক চালাতে যে সময় লাগে তা আরও কমে যাবে ও যাত্রীরা আরও উন্নত পরিষেবা পেতে পারবেন।

1113

প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর বর্তমানে দুটি ভাগে চালু রয়েছে।

1213

একটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যেটাকে গ্রিন লাইন ২ বলা হয় আরেকটি হল শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইন ১ অংশ।

1313

তবে শীঘ্রই মাঝের বউবাজারের কাজ শেষ করে সম্পূর্ণ গ্রিন লাইন চালু করে দেওয়ার হবে বলে আশা করা হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos