অন্যান্য বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এই বছরের ভিড়। এরমধ্যে বৃষ্টির পূর্বাভাসে চিন্তার ভাঁজ পড়েছে বাঙালির কপালে।
দুর্গাপুজোয় বাধ সাজতে পারে বর্ষাসুর। অষ্টমীর সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও নবমী থেকেই ঘনিয়ে আসছে বৃষ্টি। নিম্নচাপের কড়াল গ্রাসে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। ইতিমধ্যেই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তালিকায় রয়েছে কলকাতার নামও। অষ্টমীতেই কি তবে ঠাকুর দেখার ইতি হবে? অন্যদিকে ষষ্ঠী থেকেই প্রবল ভিড় শহরের বেশিরভাগ রাস্তাতেই। অন্যান্য বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এই বছরের ভিড়। এরমধ্যে বৃষ্টির পূর্বাভাসে চিন্তার ভাঁজ পড়েছে বাঙালির কপালে। রবিবার অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যজুড়ে।
আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শনিবার রাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার বিকেলের মধ্যেই আরও ঘনীভূত হবে নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই মুহূর্তে নিম্নচাপটির অবস্থান, ওড়িশার পারদ্বীপ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে। দিঘা থেকে দূরত্ব ৭৬০ কিলোমিটার। আবহাওয়াবিদদের মতে প্রায় তিন দিন বজায় থাকবে এই নিম্নচাপের প্রভাব।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ পাঁচ জেলায় নবমী থেকেই শুরু হবে প্রবল বৃষ্টি। কলকাতা ছাড়া নবমীতে বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায়। দশমী ও একাদশীর দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আকাশের মুখ ভার থাকবে দ্বাদশীতেও।