Weather update: মঙ্গলে বাড়বে বৃষ্টি, পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার জেরে দুর্যোগের আশঙ্কা

আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গে বৃষ্টি অব্যহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার থেকে ফের রোদ ঝলমলে দিন দেখা যাবে।

Web Desk - ANB | Published : May 2, 2023 1:58 AM IST / Updated: May 02 2023, 07:29 AM IST

মঙ্গলেও বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। মঙ্গলবার ভোর থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হতে পারে বলেও জানা যাচ্ছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গে বৃষ্টি অব্যহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার থেকে ফের রোদ ঝলমলে দিন দেখা যাবে। আগামী ৩-৪ দিন দুই বঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও। শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেরও একাধিক জলায় বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। মে মাসের শুরুতেও অব্যহত থাকবে বৃষ্টি।

সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী শহরের তাপমাত্রা। মঙ্গলবারও সেই দৃশ্য দেখা গেল। ২ মেয়ে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিহ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকে ঝলমলে আকাশ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বেশ কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৬ শতাংশ।

গত ৩০ এপ্রিল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। শুক্রবার দিনভর ভ্যাপসা গরমের পর শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই ভ্যাপসা গরম শহরে। ভোর থেকেই মেঘলা আকাশ, দিনভর বিক্ষীপ্তভাবে বৃষ্টি হতে পারে। বলে জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়াও। দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জ্বলীয় বাষ্পের উপস্থিতির জ ন্য কমেনি গুমোট ভাব। সপ্তাহ শেষে ভ্যাপসা গরমেই ঘুম ভাঙল শহরবাসীর। গত বৃহস্পতিবারই প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে তিলোত্তমা। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাতাস, তার জেরে সোমবার ঝেঁপে বৃষ্টি হয়েছে শহর সহ উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবারও সেই বৃষ্টি অব্যাহত ছিল। মাঝে বুধবার বাড়ে গরমের প্রভাব, তবে পরের দিনই আবার প্রবল বৃষ্টি শহরে।

Share this article
click me!