Weather Update: মেঘমুক্ত চতুর্থীর আকাশ, পুজোয় রয়েছে বৃষ্টির সম্ভাবনা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

গত কয়েকদিন ধরেই মঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আগামী কয়েকদিও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আজ বুধবারও সকাল থেকেই পরিষ্কার শহরের আকাশ।

Ishanee Dhar | Published : Oct 18, 2023 1:21 AM IST / Updated: Oct 18 2023, 01:51 PM IST

কখনও বৃষ্টি আবার কখনও প্রবল গরম, আবহাওয়ার খামখেয়ালিতে পুজো কিমি.ন কাটবে? যদিও আলিপুর জানাচ্ছে পুকোর মধ্যে বৃষ্টি হওয়ার প্রায় সম্ভাবনা নেই বললেই চলে। গত কয়েকদিন ধরেই মঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আগামী কয়েকদিও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আজ বুধবারও সকাল থেকেই পরিষ্কার শহরের আকাশ। মহালয়ার আগে থেকেই বৃষ্টি থেমে ঝলমলে আবহাওয়া দেখা গিয়েছ। পুজোর সময়ও তাত ব্যতিক্রম হবে বা বলেই আশা করা হচ্ছে। মহালয়ার পর থেকেই কমবেশি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে শহরবাসী। তাই পুজোর কয়েকদিন আকাশ পরিষ্কার থাকলেই ভালো। আলিপুর সূত্রে জানা যাচ্ছে পুজোর কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়৷ সোমবারের মত মঙ্গলবারও দক্ষিনবঙ্গের আকাশ বেশ খোশমেজাজেই থাকবে বলে আশা করা যাচ্ছে।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৪ শতাংশ।

অন্যদিকে তৃতীয়া থেকেই বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। তবে কি গোটা পুজোতেই চলবে বৃষ্টি? হাওয়া অফিস যদিও কিছুটা অন্যরকম বলছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার সকাল থেকে বাংলার আকাশ মোটামুটি শুষ্ক থাকলেও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কমে গেছে অনেকটাই। অন্যদিকে, উত্তরবঙ্গেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় সামান্য বৃষ্টিপাতের দেখা মিলছে। তবে, মূলত দুই বঙ্গের আবহাওয়া মঙ্গলবার দুপুর পর্যন্ত কিছুটা শুষ্কই রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি সামান্য বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকতে পারে মেঘলা আবহাওয়া।

Share this article
click me!