আজ ভিজতে পারে রাজ্যের এই ৫ জেলা! দেখে নিন আপনার জেলা সেই তালিকায় রয়েছে কিনা
সকাল ৮টার পর থেকেই তীব্র রোদের তেজে মাথা খারাপ দশা মানুষের। ঠান্ডা জল থেকে কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল থেকে ওআরএস- কিছুতেই মিলছে না স্বস্তি। কবে আসবে বৃষ্টির সুখবর। তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে সবাই।
দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহে জারি হয়েছে হাই অ্যালার্ট। দিনদিন লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। এই বুঝি বৃষ্টি হবে, মিটবে দহন জ্বালা! কিন্তু শেষ হাসি হাসবে তো সেই আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাসেই স্বস্তি আনতে পারে প্রাণে।
লাখ টাকার প্রশ্ন বৃষ্টি কবে হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম সাধারণ মানুষ। সকাল ৮টার পরে বের হলেই রোদের তেজে মাথা খারাপ দশা। আদৌ কি স্বস্তির খবর শোনাতে পারল হাওয়া অফিস?
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, কলাইকুন্ডায় দিনের তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। দিঘা, সাগরদ্বীপ এবং বসিরহাট বাদে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে।
আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং পরের সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। হুগলী, বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য আপাতত কমলা সতর্কতা জারি রয়েছে।
কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ সামান্য বৃষ্টির পূর্বাভাসও দিতে পারে নি আবহাওয়া অর্থাৎ এপ্রিলের শেষে আর বৃষ্টি হবে না। শুকনো থাকবে আবহাওয়া। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে।
তবে আজ থেকে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবার ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলঙে, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। যার জেরে স্বস্তি বজায় থাকবে জলপাইগুড়ি সহ পাহাড়ে।
পাশাপাশি আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এরপর মঙ্গল, বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।