অবশেষে স্বস্তির খবর, কমতে চলেছে গরম! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের ৬ জেলায়

প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। অবশেষে হয়ত সেই নিদারুণ দিনের বিরতি হতে চলেছে। বৃষ্টির সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে মঙ্গলবার রাজ্যের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথায় কোথায় হবে বৃষ্টি, জেনে নিন।

Parna Sengupta | Published : Apr 23, 2024 9:12 AM IST
19

অস্বস্তি থাকলেও আজ দক্ষিণবঙ্গে কিছুটা কমবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রির আশেপাশে।

29

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। বাকি জেলায় বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকার কারণে আজ ১/২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা।

39

আবহাওয়া দপ্তর অফিস জানাচ্ছে, বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু। এর জেরেই বেশ কয়েক দিন গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

49

মঙ্গলবার দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে তাপপ্রবাহের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

59

তিন জেলা ছাড়া আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না কলকাতাতেও। ওদিকে পশ্চিমের জেলাগুলিতে জারি হয়েছে লু-এর সতর্কতা। দক্ষিণবঙ্গ গরমে জ্বললেও আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

69

মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনার কারণে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১ থেকে ২ ডিগ্রি কম থাকবে বলেই জানানো হয়েছে। তবে অস্বস্তি করে পরিস্থিতি অনেকটাই বেড়ে যাবে।

79

মঙ্গলবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা এবং হাওড়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব সোমবার এবং মঙ্গলবার ব্রেক নেওয়ার পর ফের বুধবার থেকে লক্ষ্য করা যাবে।

89

হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানানো হলেও জানা যাচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ৪৬ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।

99

মঙ্গলবার যে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তবে এই সকল জেলায় যে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে তা নয়। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যে তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই তিন জেলা হলো দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos