শুক্রবার সকাল থেকেই মেঘলা শহরের আকাশ। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
আগামী সপ্তাহেও চলবে এই বৃষ্টির প্রভাব। আগামী সাত থেকে দশ দিন আবহাওয়ায় বিশেষ পরিবর্তন লক্ষ করা যাবে না।
পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। তার জেরে আবহাওয়ার এই বদল বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা নিম্নমূখী হলেও থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েকদিনের তাপমাত্রাতেও বিশেষ বদল দেখা যাবে না।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান, ৮৮ শতাংশ।
হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্নাবর্তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তিবাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে
হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেরাগুলিতে। সপ্তাহের শেষের দিকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।