Weather Update: সপ্তাহান্তে মেঘলা আকাশ, অবশেষে কি মুক্তি মিলবে ভ্যাপসা গরম থেকে?
বৃষ্টি হলেও মুক্তি নেই ভ্যাপসা গরম থেকে। বরং বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আবহাওয়ায় কোনও পরিবর্তন নেই। দেখে নেওয়া যাক সপ্তাহান্তে কি মিলবে গরম থেকে রেহাই?
Ishanee Dhar | Published : Sep 2, 2023 1:31 AM IST
শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর।
পূর্বাভাস মতই বৃষ্টি হলেও কাটেনি ভ্যাপসা ভাব। বরং আর্দ্রতাজনিত কারণে আরও বেড়েছে অস্বস্তি।
তবে সপ্তাহান্তে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর সূত্রে খবর বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত।
রবিবারের পর অন্যান্য জেলায় বৃষ্টিপাত কিছুটা কমে এলেও সোমবার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৬ শতাংশ।
দার্জিলিং সহ পার্বত্য বঙ্গের অন্যান্য জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টির সঙ্গে বজ্রপাত জারি থাকতে পারে। তবে, উত্তরবঙ্গেও আগামী ৫ দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।