Aditya-L1 Solar Mission: শনিবার আদিত্য-এল ১ উৎক্ষেপণ, তৈরি হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম

চাঁদের দক্ষিণ মেরুতে এখন অনুসন্ধান চালাচ্ছে 'প্রজ্ঞান'। এরই মধ্যে এবার সূর্যর উদ্দেশে রওনা হচ্ছে আদিত্য-এল ১। ইসরোর বিজ্ঞানীরা এই অভিযানের প্রস্তুতিতে ব্যস্ত। কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এই অভিযান সরাসরি দেখানো হবে।

Soumya Gangully | Published : Aug 31, 2023 1:19 PM IST

110
আদিত্য-এল ১ উৎক্ষেপণের জন্য তৈরি হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম

শনিবার সকালে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে সরাসরি দেখানো হবে আদিত্য-এল ১ অভিযান। শেষমুহূর্তের প্রস্তুতি চলছে।

210
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে প্রস্তুতি চলছে জোরকদমে

আদিত্য-এল ১ অভিযান উপলক্ষে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এখন আদিত্য-এল ১-এর মডেল তৈরির কাজ চলছে।

310
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এখন ব্যস্ততা তুঙ্গে

আদিত্য-এল ১ মহাকাশযানের পাশাপাশি সূর্যের মডেলও তৈরি করা হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে।

410
চন্দ্রযান ৩ অভিযানের সাফল্যের পর এবার আদিত্য-এল ১ নিয়েও আশাবাদী ইসরো

শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে ভারতের প্রথম সূর্য অভিযানের সূচনা হবে।

510
আদিত্য-এল ১ অভিযানের প্রস্তুতিতে কোনও সমস্যা দেখা যায়নি, জানিয়েছে ইসরো

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, আদিত্য-এল ১ অভিযানের মহড়া ভালোভাবেই হয়েছে। সবকিছু ভালোভাবে পরীক্ষা করে দেখে নেওয়া হয়েছে। 

610
সৌরঝড় ও সূর্যের বায়ুমণ্ডলের বাইরের অংশে পরীক্ষা চালাবে আদিত্য-এল ১

সূর্যের যতটা সম্ভব কাছাকাছি গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা চালাবে আদিত্য-এল ১। সেভাবেই তৈরি করা হয়েছে এই মহাকাশযান।

710
আদিত্য-এল ১ অভিযানে সূর্যের অনেক রহস্যই উদঘাটিত হবে, আশাবাদী ইসরো

ইসরোর বিজ্ঞানীরা আশাবাদী, আদিত্য-এল ১ অভিযানের মাধ্যমে সূর্যের গঠন, পৃথিবীর আবহাওয়ার উপর সূর্যের প্রভাবের বিষয়ে অনেক তথ্য জানা যাবে। 

810
সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেখানে মিলিত হচ্ছে, সেখানে পৌঁছে যাবে আদিত্য-এল ১

মহাকাশের যে অংশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি মিলিত হচ্ছে, সেই জায়গাটি 'এল ১' নামে পরিচিত। সেখানে গিয়েই পরীক্ষা চালাবে আদিত্য এল-১। 

910
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে আদিত্য-এল ১ মহাকাশযান, জানিয়েছে ইসরো

পুণের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-সহ বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান আদিত্য-এল ১ অভিযানে অবদান রেখেছে। 

1010
আদিত্য-এল ১-কে মহাকাশে নির্দিষ্ট দূরত্বে পৌঁছে দেবে পিএসএলভি-সি ৫৭

আদিত্য-এল ১ মহাকাশযানে থাকছে ৭টি বিশেষভাবে নির্মিত পেলোড। সূর্যের বিভিন্ন দিক পরীক্ষা করার জন্য এই পেলোডগুলি ব্যবহার করা হবে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos