Weather update: সপ্তাহের শেষে প্রবল দুর্যোগ, রবিবাসরীয়র বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস শহরে

শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেরও একাধিক জলায় বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। মে মাসের শুরুতেও অব্যহত থাকবে বৃষ্টি।

রবিবারেও শহরে অব্যহত বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ভার। রবিবাসরীয়র বিকেলে ফের প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। গত বৃহস্পতিবার থেকেই বৃষ্টি দেখছে বঙ্গ। শুক্রবার তীব্র গরমের পর শনিবার থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। রবিতেও অব্যহত দুর্যোগের প্রভাব। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী ৪-৫ দিন দুই বঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও। শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেরও একাধিক জলায় বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। মে মাসের শুরুতেও অব্যহত থাকবে বৃষ্টি।

মাসের শেষ দিনে প্রবল দুর্যোগের সম্ভাবনা। সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। তাপমাত্রায় তেমন পরিবর্তন না এলেও, গরমের অস্বস্তি অনেকটাই কম। ৩০ এপ্রিল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ।

Latest Videos

শুক্রবার দিনভর ভ্যাপসা গরমের পর শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই ভ্যাপসা গরম শহরে। ভোর থেকেই মেঘলা আকাশ, দিনভর বিক্ষীপ্তভাবে বৃষ্টি হতে পারে। বলে জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়াও। দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জ্বলীয় বাষ্পের উপস্থিতির জ ন্য কমেনি গুমোট ভাব। সপ্তাহ শেষে ভ্যাপসা গরমেই ঘুম ভাঙল শহরবাসীর। গত বৃহস্পতিবারই প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে তিলোত্তমা। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাতাস, তার জেরে সোমবার ঝেঁপে বৃষ্টি হয়েছে শহর সহ উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবারও সেই বৃষ্টি অব্যাহত ছিল। মাঝে বুধবার বাড়ে গরমের প্রভাব, তবে পরের দিনই আবার প্রবল বৃষ্টি শহরে।

শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ শহরে। গতকালের তুলনায় সামান্য কমল তাপমাত্রার প্রভাবও। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রার কতটা পরিবর্তন হবে সেবিষয় যদিও কিছু বলা হয়নি। তবে সাময়িকভাবে ভ্যাপসা গরম খানিকটা কাটবে বলে আশা করা হচ্ছে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্র‍তার পরিমান ৮৯ শতাংশ।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের