Weather update: ফের ঘনাচ্ছে দুর্যোগ, বুধেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শহরে

Published : May 03, 2023, 07:31 AM IST
Rain Kolkata

সংক্ষিপ্ত

আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গে বৃষ্টি অব্যহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার থেকে ফের রোদ ঝলমলে দিন দেখা যাবে।

বুধবারেও শহরজুড়ে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই মুখভার আকাশের। তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা খানিকটা বাড়লেও নেই গরমের অস্বস্তি। এমনকি বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও থাকচে বলে জনাচ্ছে হাওয়া অফিস। আগামী দু'দিন রাজ্যর বৃষ্টির প্রভাব থাকবে বলেই জানা যাচ্ছে। ৬ তারিখ থেকে ঝলমলে আকাশ দেখবে বঙ্গবাসী। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে বাড়তে পারে তাপমাত্রাও। তবে তা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে না বলেই আশা করা হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গে বৃষ্টি অব্যহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার থেকে ফের রোদ ঝলমলে দিন দেখা যাবে। আগামী ৩-৪ দিন দুই বঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও। শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেরও একাধিক জলায় বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। মে মাসের শুরুতেও অব্যহত থাকবে বৃষ্টি।

৩ মে বুধবার সামান্য বাড়ল তাপমাত্রা। তবে ভোর থেকেই রোদের দেখা নেই। নেই গরমের অস্বস্তিও। উলটে সকাল থেকে মেঘলা আকাশই দেখছে শহরবাসী। বিকেলের দিকে মাঝার্দ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শহরে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে রোদের দেখা নেই বললেই চলে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৭৭ শতাংশ।

সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী শহরের তাপমাত্রা। মঙ্গলবারও সেই দৃশ্য দেখা গেল। ২ মেয়ে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিহ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকে ঝলমলে আকাশ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বেশ কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৬ শতাংশ।

গত ৩০ এপ্রিল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। শুক্রবার দিনভর ভ্যাপসা গরমের পর শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই ভ্যাপসা গরম শহরে। ভোর থেকেই মেঘলা আকাশ, দিনভর বিক্ষীপ্তভাবে বৃষ্টি হতে পারে। বলে জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়াও। দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জ্বলীয় বাষ্পের উপস্থিতির জ ন্য কমেনি গুমোট ভাব। সপ্তাহ শেষে ভ্যাপসা গরমেই ঘুম ভাঙল শহরবাসীর। গত বৃহস্পতিবারই প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে তিলোত্তমা। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাতাস, তার জেরে সোমবার ঝেঁপে বৃষ্টি হয়েছে শহর সহ উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবারও সেই বৃষ্টি অব্যাহত ছিল। মাঝে বুধবার বাড়ে গরমের প্রভাব, তবে পরের দিনই আবার প্রবল বৃষ্টি শহরে।

আরও পড়ুন -

মঙ্গলে বাড়বে বৃষ্টি, পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার জেরে দুর্যোগের 

'AI মানবতার জন্য বিপদ', নিজের কাজ নিয়েই অনুশোচনা, গুগল থেকে পদত্যাগ করলেন 'গডফাদার'

ভারতে বন্ধ করা হল ১৪টি মেসেজিং অ্যাপ, পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে ভারতের যোগ বন্ধ করতে জোরদার পদক্ষেপ

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ