Weather Update: বৃহস্পতিবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবারেও অব্যহত বৃষ্টি। বাংলাদেশের ওপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দেখে নেওয়া যাক আজ কেমন থাকবে শহরের আবহাওয়া।
বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকেই মেঘলা শহরের আকাশ। আবহাওয়া দফতর জানাচ্ছে একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে চলতি সপ্তাহে রাজ্যে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী তিন-চারদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চলবে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবেই পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে।
এছাড়া উত্তর ভারতে প্রায় সিকিম থেকে বিহার ও পশ্চিমবঙ্গের ওপর দিকে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী ৪-৫ দিন অক্ষরেখার অবস্থান একই জায়গায় থাকবে।
এই দুইয়ের জোড়া ফলায় জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর।
ভ্যাপসা গরম থাকলেও টানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।