শীত চলে গিয়েও যেন যাচ্ছে না। আবহাওয়ার খামখেয়ালি মনভাবে নাজেহাল সকলে।
সকালে হালকা শীতের আমেজ। বেলা বাড়তে বাড়তে গরম। আবার রাতের দিকে মিষ্টি ঠান্ডা আমেদ।
প্রকৃতির এই খেলায় অধিকাংশ ভুগছেন নানান রোগে। এরই মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি শুরু হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে।
বুধ থেকে শুরু হবে বৃষ্টি। চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ।
বুধ ও বৃহস্পতি বৃষ্টি হবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বাকি জেলায়।
শুক্রবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
শনিবার ফের বৃষ্টি হবেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়।
এদিকে আজ সোমবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ আর সর্বোনিম্ন থাকবে ২২ ডিগ্রি।
এদিকে উত্তরবঙ্গেও আছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ থেকে শনি পর্যন্ত হবে বৃষ্টি।
Sayanita Chakraborty