খামখেয়ালি আবহাওয়া, কলকাতা সহ দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস, ফের নামবে পারদ

Published : Feb 17, 2025, 06:45 AM IST

শীতের পর গরমের আমেজ, আবার রাতে ঠান্ডা। এই খামখেয়ালি আবহাওয়ায় নাজেহাল সকলে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে।

PREV
110

শীত চলে গিয়েও যেন যাচ্ছে না। আবহাওয়ার খামখেয়ালি মনভাবে নাজেহাল সকলে।

210

সকালে হালকা শীতের আমেজ। বেলা বাড়তে বাড়তে গরম। আবার রাতের দিকে মিষ্টি ঠান্ডা আমেদ।

310

প্রকৃতির এই খেলায় অধিকাংশ ভুগছেন নানান রোগে। এরই মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।

410

আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি শুরু হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে।

510

বুধ থেকে শুরু হবে বৃষ্টি। চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ।

610

বুধ ও বৃহস্পতি বৃষ্টি হবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বাকি জেলায়।

710

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

810

শনিবার ফের বৃষ্টি হবেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়।

910

এদিকে আজ সোমবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ আর সর্বোনিম্ন থাকবে ২২ ডিগ্রি।

1010

এদিকে উত্তরবঙ্গেও আছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ থেকে শনি পর্যন্ত হবে বৃষ্টি।

click me!

Recommended Stories