এখনও ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? জেনে নিন কোন দোষে বাদ গেল আপনার অ্যাকাউন্ট

Published : Feb 15, 2025, 10:10 AM IST

মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু হয়েছে। এই নিয়মের কারণে অনেকের অ্যাকাউন্ট বাদ পড়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই ভাতা পেতে যোগ্য, যদি তাদের KYC যুক্ত একক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক করা থাকে।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। এই তালিকায় আছে সমাজ সেবা মূলক ভাতা।

210

রাজ্যে বৃদ্ধ থেকে পড়ুয়া সকলকে ভাতা দিয়ে থাকেন মমতা সরকার। মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা মতো ঢোকে অ্যাকাউন্টে।

310

এই সকল ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী। তবে, সকল ভাতার মধ্যে সব থেকে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার।

410

বর্তমানে মমতা সরকার রাজ্যের মহিলাদের ভাতা দিয়ে থাকেন। প্রতি মাসে ১০০০ থেকে ১২০০ টাকা করে ঢোকে অ্যাকাউন্টে।

510

তবে, বর্তমানে নিয়ম বদল হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার নিয়ম। যে কারণে বাদ গিয়েছে একাধিক অ্যাকাউন্ট।

610

ফেব্রুয়ারি মাসে যদি না পান লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে বুঝবেন বাদ গিয়েছে আপনার ভাতা।

710

আপনার বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে হলেই আপনি পাবেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

810

আপনার সিঙ্গের অ্যাকাউন্ট থাকলে তবেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার।

910

যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে সে অ্যাকাউন্টে KYC দেওয়া থাকতে হবে।

1010

যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে সে অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে।

click me!

Recommended Stories