বছরের তৃতীয় দিনেই নামল তাপমাত্রার পারদ, জানুয়ারিতেই জাঁকিয়ে শীত শহরে?

Published : Jan 03, 2023, 07:49 AM IST
Weather

সংক্ষিপ্ত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়াযায়ী এই সপ্তাহের শেষের দিকেই ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে শহরের তাপমাত্রা। 

বছরের তৃতীয় দিনে খানিটা নামল তাপমাত্রার পারদ। গত দু'দিনের তুলনায় কিছুটা হলেও কমল শহরের তাপমাত্রা। চলতি মরশুমে এখনও পর্যন্ত কনকনে শীত অনুভব করেনি রাজ্য। কলকাতা-সহ বেশ কিছু জেলাতেই ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রা। যদিও গতকাল থেকেই শীত বেড়েছে দার্জিলিং-এ। তবে কলকায় এখনও অধরা শীত। আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রার আরও একটু কমার সম্ভাবনা থাকছে। সকালের দিকে প্রায় রোজই কুয়াশায় ঢাকা থাকছে শহর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থির বদল ঘটে। এখন দেখার নতুন বছরে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়াযায়ী এই সপ্তাহের শেষের দিকেই ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে শহরের তাপমাত্রা।

ভোরে বেশ শিরশিরে ঠান্ডায় ঘুম ভাঙল শহরবাসীর। বড়দিন ও নিউ ইয়ারে শীতের প্রভাব না থাকলেও বছরের প্রথম সপ্তাহেই নামল তাপমাত্রার পারদ। ৩ জানুয়ারি মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় যা প্রায় ২ ডিগ্রি কম। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে ঘন কুয়াশা দেখবে শহরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশার প্রভাবও। মুলত পরিষ্কার আকাশই থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

অন্যদিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেশের বিভিন্ন রাজ্যে। দিল্লি-সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। বছর প্রথম দিন থেকেই রাজধানী-সহ একাধিক রাজ্যে পারদ পতনের সম্ভাবনার কথা জানচ্ছে আবহাওয়া দফতর। ১ জানুয়ারিই এই সম্মন্ধিয় একটি বিবৃতি প্রকাশ করা হয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এক তারিখ থেকেই দেশের বিভিন্ন রাজ্যে প্রবল শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তিন জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য ইতিমধ্যেই প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি। এবার উত্তরাখণ্ড, রাজস্থান-সহ একাধিক জায়গায় হারকাঁপানো শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস।

২০২৩-এর শুরু থেকেই হারকাঁপানো শীত উত্তর ভারত, রাজস্থান-সহ একাধিক রাজ্যে। এই তালিকায় না রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লির। ৪ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত প্রবল শৈত্যপ্রবাহ চলবে। এছাড়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শীতের দাপট দেখা দেবে। প্রবল শীতের পাশাপাশি ঘন কুয়াশাও থাকবে এই জেলাগুলিতে। বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশাও থাকবে।

আরও পড়ুন - 

নতুন বছরেও অধরা শীত, চলতি মরশুমে কি আর জাঁকিয়ে ঠান্ডা পড়বে শহরে?

টপকে গেল বড়দিনের রেকর্ড, বর্ষবরণের রাতে কলকাতায় আইন ভাঙলেন ছ’শোরও বেশি মানুষ

নতুন বছরে সাধারণ যাত্রীদের জন্য চালু হচ্ছে জোকা-তারাতলা লাইনের মেট্রো, কোন কোন সময়ে চলবে ট্রেন?

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?