নতুন বছরেও অধরা শীত, চলতি মরশুমে কি আর জাঁকিয়ে ঠান্ডা পড়বে শহরে?

এই বছরের মতো শীতের বিদায়? হাওয়া অফিস সূত্রে খবর কাল থেকে তাপমাত্রা হালকা কমলেও বিশেষ জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। সকাল দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও নেই ঠান্ডা ভাব।

Web Desk - ANB | Published : Jan 2, 2023 2:39 AM IST

বছরের দ্বিতীয় দিনেই এক লাফে বাড়ল তাপমাত্রা। জানুয়ারির প্রথম সপ্তাহ চললেও দেখা নেই শীতের। এই বছরই শতকের উষ্ণতম বড়দিনে সাক্ষী থেকেছে বাংলা। ২৫ ডিসেম্বরের আগে কয়েকদিনের জন্য তাপমাত্রার পারদ নামলেও তা স্থায়ী হয়নি। ফলে চলতি মরশুমে কনকনে ঠান্ডা এখনও অধরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেও পারদ পতনের বিশেষ সম্ভাবনা নেই। তবে এই বছরের মতো শীতের বিদায়? হাওয়া অফিস সূত্রে খবর কাল থেকে তাপমাত্রা হালকা কমলেও বিশেষ জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। সকাল দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও নেই ঠান্ডা ভাব। বড়দিনের মতো এবারের নিউ ইয়ারেও সোয়েটারের বিশেষ প্রয়োজন পড়ল না বাঙলির।

২ জানুয়ারি বছরের দ্বিতীয় আরও সামান্য বাড়ল তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর গতকালের তুলনায় তাপমাত্রার পারদ আরও একটু বেড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৭ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জ্বলীয় বাষ্পের কারণে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থির বদল ঘটবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত সারাদিন পরিষ্কার আকাশই থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৮ শতাংশ।

Latest Videos

বছরের শুরু থেকেই ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ। নতুন বছরের প্রথম দিনেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরের শুরুতেই কুয়াশাচ্চন্ন সকাল পেল বাঙালি। তাপমাত্রার পারদ স্বাভাবিকের ঘরে থাকলেও এখনও অধরা কনকনে শীত। আগাম এক সপ্তাহেও পারদ পতনের তেমন সম্ভাবনা নেই। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। বছরের প্রথম দিনেই কুয়াশা মোরা সকাল দেখে ঘুম ভাঙল শহরবাসীর। বাতাসে জ্বলীয় বাষ্পের কারণে রবিবার সকাল থেকেই ঘন কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাবও কাটবে বলে জানাচ্ছে আলিপুর। তবে ২০২৩ সালেও কনকনে শীতের কোনও ইঙ্গিত এখন পর্যন্ত মিলছে না। আগামী সাত দিনেও শহরে পারদ পতনের তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

আরও পড়ুন -

টপকে গেল বড়দিনের রেকর্ড, বর্ষবরণের রাতে কলকাতায় আইন ভাঙলেন ছ’শোরও বেশি মানুষ

নতুন বছরে সাধারণ যাত্রীদের জন্য চালু হচ্ছে জোকা-তারাতলা লাইনের মেট্রো, কোন কোন সময়ে চলবে ট্রেন?

বছরের প্রথম দিনেই শিরশিরে ঠান্ডায় ঘুম ভাঙল শহরবাসীর, কিন্তু এখনও অধরা জাঁকিয়ে শীত, নতুন বছরে হাওয়া বদল হবে?

Share this article
click me!

Latest Videos

'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ