Weather Update: পুজোর আগেই প্রবল গরমে নাজেহাল শহরবাসী, উত্তর থেকে দক্ষিণে কবে বৃষ্টির সম্ভাবনা?

দু'দিন আগেও যেখানে ভোরের দিকে পাখা বন্ধ করতে হচ্ছিল সেখানে রীতিমত ভোরবেলা গলঘ্ররম হতে হয়েছে বাসিন্দাদের।

Ishanee Dhar | Published : Oct 10, 2023 1:24 AM IST

বৃষ্টি থামতেই এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা। পুজোর মুখে গরমের অস্বস্তি অনেকটাই বেড়েছে। একটানা বৃষ্টির পর এবার রোদ ঝলমলে কলকাতার আকাশ। সঙ্গে পালল্লা দিয়ে বদলাচ্ছে আবহাওয়াও। বৃষ্টির প্রভাব কমতেই রেকর্ড তাপমাত্রা কলকাতায়। সোমবার পারদ পৌঁছেছিল ৩৪ ডিগগ্রি সেলসিয়াসে। মঙ্গলবারও ঊর্ধ্বমূখীই থাকছে তাপমাত্রা। এদিন ভোর থেকেই গরমের দাপট বোঝা গিয়েছে। দু'দিন আগেও যেখানে ভোরের দিকে পাখা বন্ধ করতে হচ্ছিল সেখানে রীতিমত ভোরবেলা গলঘ্ররম হতে হয়েছে বাসিন্দাদের। পুজোর মুখে গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর।

মঙ্গলবার ভোর থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পাশাপাশি রয়েছে গরমের অস্বস্তিও। বৃষ্টি থামতেই পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত কয়েকদিন আগেও ৩০ ডিগ্রির নীচে ছিল শহরের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮২ শতাংশ। ফলত রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

তবে, বিক্ষিপ্তভাবে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৫ শতাংশের কাছাকাছি। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই সোমবার আবহাওয়া থাকবে শুষ্ক। তবে বিক্ষিপ্তভাবে মেঘ জমে বৃষ্টি হতে পারে।

দার্জিলিং জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জেলায়।

Share this article
click me!