সরস্বতী পুজোর আগেই ক্রমে বাড়ছে পারদ। সে কারণে অনেকেরই মুখ ভার।
এ বছর জাঁকিয়ে শীত উপভোগ করছেন সকল শহরবাসী। তাই শীতের বিদায় বেলায় সকলেই মন ভারাক্রান্ত।
কিন্তু, আবহাওয়া দফতরের খবর বলছে এখনই যাচ্ছে না শীত। হাতে আরও আছে কটা দিন।
সূত্রের খবর, আগামী কদিন জেলাগুলোতে থাকবে ঘন কুয়াশা। এর কারণে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সকাল থেকে ভালোই ঠান্ডা আনুভূত হবে।
বর্তমানে জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ালেপ আশেপােশ আছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি।
কুয়াশার সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে মালদা-সহ দক্ষিণ দিনাজপুরে।
কলকাতার আকাশ সকাল থেকে কুয়াশায় ঢাকা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি।
এখনই শীত বিদায় নিচ্ছে না। তেমনই নেই কোনও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা।
তবে সরস্বতী পুজোর আগে বাড়বে তাপমাত্রা। ২৬ থেকে ২৯ ডিগ্রি হতে পারে তাপমাত্রা।
আজ বৃহস্পতিবার থেকে বড়বে তাপমাত্রা। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
Sayanita Chakraborty