এখনই যাচ্ছে না বর্ষা? ফের ঘনাবে কালো মেঘ! শীত আসার আগে কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি?

Published : Oct 15, 2025, 01:32 PM IST

বঙ্গ থেকে বর্ষা বিদায় ঘটেছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু বৃষ্টি বিদায় আদৌ হল কি? কারণ আলিপুর শোনাচ্ছে খারাপ খবর। ফের নাকি বৃষ্টি হতে পারে বাংলায়। ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। কবে থেকে বৃষ্টি শুরু হতে চলেছে?

PREV
18

১৩ অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় নিয়েছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অধীন সংস্থা 'ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম' (WFS) দাবি করেছে, ২৫ অক্টোবর ভোর তিনটে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে।

28

সেই নিম্নচাপ ক্রমশ আন্দামান সাগরের উপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোবে। ২৭ অক্টোবর সকালে নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছে আসবে। এর পরে তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর আরব সাগরের দিকে যেতে পারে।

38

আবার তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ওডিশা উপকূলের কাছাকাছিও আছড়ে পড়তে পারে। তবে এই নিম্নচাপ যদি পুদুচেরি উপকূল হয়ে আরব সাগরের দিকে যায়, তা হলে সেটা বাংলার জন্য ভালো হবে। কারণ নিম্নচাপটি আশেপাশের সমস্ত জলীয় বাষ্প নিজের দিকে টেনে নেবে।

48

এর ফলে বাংলার আকাশ ঝলমলে একেবারে মেঘমুক্ত থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। শীতের স্পষ্ট আমেজ অনুভূত হবে বাংলায়।

58

উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বাংলায় আগামী ৫-৭ দিন তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

68

এর পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়ে আবহাওয়া দপ্তর।

78

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

আগামী কয়েকদিনে আবহাওয়ার বদল হবে। মঙ্গলবার কলকাতায় ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। তবে কলকাতায় যতক্ষণ না ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা যাবে ততক্ষণ সে ভাবে শীত পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

88

মঙ্গলবার থেকে কালীপুজো পর্যন্ত রাজ্যে কোথাও তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বর্ষা চলে যেতেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করেছে। ভোরের দিকে কোনও কোনও জেলায় হালকা কুয়াশা থাকতে পারে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে।

Read more Photos on
click me!

Recommended Stories