উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বাংলায় আগামী ৫-৭ দিন তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।