Ad hoc Bonus: সদ্য অবসর নেওয়া কর্মীরাও সুবিধা পাবেন, ঈদের আগেই বোনাস ঘোষণা রাজ্য সরকারের

Published : Mar 19, 2025, 12:32 PM ISTUpdated : Mar 19, 2025, 12:50 PM IST
bonus

সংক্ষিপ্ত

West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া মহার্ঘভাতা নিয়ে অনেক প্রশ্ন আছে। আন্দোলন, মামলাও হয়েছে। কিন্তু সরকারি কর্মীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কার্পণ্য করছে না।

West Bengal Government: চলতি মাসের শেষদিকে ঈদুল ফিতর (Eid al-Fitr)। তার আগেই সরকারি কর্মীদের জন্য অ্যাড হক বোনাস (Ad hoc Bonus) ঘোষণা করে দিল রাজ্য সরকার (West Bengal Government)। শুধু সরকারি কর্মীরাই নন, যাঁরা সদ্য অবসর নিয়েছেন বা কয়েক মাসের মধ্যেই অবসর নিতে চলেছেন, তাঁরাও অ্যাড হক বোনাস পাবেন। তবে যে কর্মীদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার মধ্যে, তাঁরাই বোনাস পাবেন। নবান্নর পক্ষ থেকে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের যে কর্মীরা ইসলাম ধর্মাবলম্বী, তাঁরা ঈদের আগে অ্যাড হক বোনাস পাবেন। হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীরা দুর্গাপুজোর আগে অ্যাড হক বোনাস পাবেন। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন এবং ভাতা পর্যালোচনা) নীতি অনুযায়ী এই বাড়তি অর্থ দেওয়া হবে। এখন যে কর্মীদের বেতন ৪৪,০০০ টাকার মধ্যে, তাঁদের ৬,৮০০ টাকা করে দেওয়া হবে। এমনকী, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার পর যাঁদের বেতন ৪৪,০০০ টাকা ছাড়িয়ে যাবে, তাঁরাও অ্যাড হক বোনাস পাবেন।

পেনশনভোগীদের জন্যও সুখবর

নবান্ন জানিয়েছে, গত বছরের ৩০ সেপ্টেম্বরের আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা অ্যাড হক বোনাস পাবেন। এমনকী, যাঁরা চলতি বছরের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নেবেন, তাঁরাও পাবেন অ্যাড হক বোনাস। এই সময়ের মধ্যে অবসর নেওয়া বা অবসর নিতে চলা কোনও কর্মীর মৃত্যু হলে, তাঁর পরিবার অ্যাড হক বোনাস পাবে। তবে যে কর্মীদের বেতন ৩৮,০০০ টাকার মধ্যে ছিল, অবসরের পর তাঁরাই শুধু অ্যাড হক বোনাস পাবেন। অবসর নেওয়া কর্মী বা তাঁদের পরিবার ৩,৫০০ টাকা করে পাবেন। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হক বোনাসের টাকা জমা পড়বে।

ঋণ নেওয়ারও সুবিধা

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের শেষে যে কর্মীদের বেতন ৪,০০০ টাকা ছাড়িয়ে যাবে অথচ ৫২,০০০ টাকার কম থাকবে, তাঁরা চাইলে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এক্ষেত্রে সুদ দিতে হবে না। বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। তবে সর্বোচ্চ ১০টি কিস্তিতে ঋণ শোধ করতে হবে। আগামী বছরের ৩১ অগাস্টের মধ্যে ঋণ শোধ করতেই হবে। রাজ্য সরকারের স্থায়ী কর্মীদের পাশাপাশি অস্থায়ী কর্মীরাও এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিবও এই সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কর্মীদের প্রতি মাসে বেতন ১০ হাজার টাকার মধ্যে, তাঁরা উৎসবের মরসুমে ৩,৫০০ টাকা করে বোনাস পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা