রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি, ইমেল পেতেই বাড়ানো হল লোকভবনের নিরাপত্তা

Published : Jan 09, 2026, 07:32 AM IST
cv anand bose

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ইমেল মারফত বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি মেলার পরেই তাঁর সরকারি বাসভবন লোকভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি জানানো হয়েছে।

মৃত্যুর হুমকি পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এসেছে হুমকি। বৃহস্পতিবার রাতে মিলেছে এই ইমেল। নিরপাত্তা বৃদ্ধি করা হয়েছে রাজ্যপালের সরকারি বাসভবন বা লোকভবনের। হুমকি মেল পাওয়ার বিষয় জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও।

সূত্রের খবর, ইমেইলে হুমকি পাঠানো সেই ব্যক্তি নিজের মোবাইল নম্বরটাও দিয়ে দিয়েছেন। সেই নম্বর ঠিক কিনা, তা দেখার জন্য রাতেই জানানো হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে। সেই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করার দাবি উঠেছে।

হুমকির বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাশাপাশি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে, রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৃহস্পতিবার মধ্যরাতেই বিশেষ বৈঠকে বসেন। লোকভবনের নিরাপত্তা বৃদ্ধি ছাড়াও রাজ্যপালের সুরক্ষা কীভাবে বাড়ানো হবে সে বিষয় পর্যালোচনা করেন তাঁরা।

বর্তমানে রাজ্যপাল জেড প্লাস নিরাপত্তা পান। এখন তাঁর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রায় ৭০ জন নিরাপত্তারক্ষী আছে। লোকভবনের আধিকারিকরা জানিয়েছেন, এই হুমকি ই মেল পাওয়ার জন্য পুলিশ এবং সিআরপিএফ যৌথ ভাবে রাজ্যপালের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ শুরু করেছেন।

এদিকে এই হুমকি নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক বিশেষ পোস্ট করেন। তিনি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন কালে রাজ্যপালও নিরাপদ নন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আপনাদের স্বাগত। এখানে রাজ্যপাল পর্যন্তি নিরাপদ নন। পশ্চিমবঙ্গের আইন- শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রাইভেট ফার্ম যা কি না কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, সেই সংস্থার বিরুদ্ধে থাকা তথ্যপ্রমাণ ইডির থেকে হাতিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। একজন ব্যর্থ নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নজরে বিধানসভা? উত্তরবঙ্গে নতুন ৩টি রেল লাইন পাতার কাজে অনুমোদন কেন্দ্রের
Madhyamik 2026 Tips: মাধ্যমিক পরীক্ষা শুরু সোমবার থেকে, পরীক্ষার্থীদের জন্য রইল লাস্ট মিনিট টিপস