বাংলায় সপ্তম বেতন কমিশন এই ডিসেম্বরেই? ২৬-এর ভোটের আগে বেশ বেকায়দায় নবান্ন

Published : Dec 11, 2025, 03:35 PM IST

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনাররা সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) জন্য বহুকাল লড়াই করে আসছেন। এবার কি তাহলে অধিকারের লড়াই ফল দেবে? অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলার সরকারি কর্মীরা। কবে থেকে চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন! জেনে নিন

PREV
17

সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনাররা সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) জন্য বহুকাল ধরে লড়াই করে আসছেন।

27

এবার কি তাহলে অধিকারের লড়াই ফল দেবে? অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলার সরকারি কর্মীরা। কবে থেকে চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন! জেনে নিন

37

বেসিক বেতন দ্বিগুণের সম্ভাবনা: কতটা বাস্তব?

ষষ্ঠ কমিশনে মৌলিক বেতন ছিল ৭১০০ টাকা থেকে শুরু, যা এখন স্ল্যাব অনুসারে ২৮,৯৪০ টাকা পর্যন্ত। সপ্তম কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০৪ থেকে ৩.৬৮ হলে বেতন প্রায় দ্বিগুণ হতে পারে। উদাহরণস্বরূপ, বর্তমানে কারো ৩০,০০০ টাকা বেতন হলে এটা ৬০,০০০ টাকার কাছাকাছি চলে আসবে।

47

এই হার বাড়লে ডিএ (Dearness Allowance), বাড়িভাড়া ভাতা (HRA) এর মতো ভাতাগুলোও বাড়বে। সংগঠন বলছে, মূল্যসূচক সূচী (AICPI) অনুসারে এটা জরুরি। তবে সরকারের বাজেটের উপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।

57

এদিকে, একাংশের আবার ধারণা, বিধানসভা ভোটের আগে বাজেটে সেই বিষয়ে ঘোষণা হতে পারে। সেই জল্পনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার হুঁশিয়ারি দিয়েছেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে। নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে।’ যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।

67

এমনিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছে। যা খাতায়কলমে ২০১৬ সালে গঠিত হয়েছিল। তবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে। আর আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন। তাঁরা অপেক্ষা করে বসে আছেন অষ্টম বেতন কমিশনের জন্য।

77

সরকারি কর্মীদের দাবি

অবিলম্বে কেন্দ্রীয় হারে ৫৮% ডিএ ১০% সুদ সমেত প্রদান করতে হবে। কেন্দ্রের ৮ম কমিশনের সুপারিসের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে ৭ম পে কমিশন লাঘু করতে হবে। ৩১শে ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে।

Read more Photos on
click me!

Recommended Stories