‘৪% নয়, মিলবে সম্পূর্ণ বকেয়া!’ দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য, একসঙ্গে কত টাকা পাবেন?

Published : Feb 17, 2025, 09:33 AM IST

গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এবার সামনে এল দারুণ খুশির খবর! 

PREV
110

সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

210

তবে গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।

310

এর ফলে এবার থেকে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী।

410

৪% শতাংশ DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর!

510

বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

610

আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা তা বারবার তাঁদের মন্তব্যে উঠে এসেছে।

710

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ। আর এই বকেয়ার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান।

810

যাইহোক, এবার ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের বড় জয় হবে বলে মত দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদৌস শামিম।

910

আইনজীবীর বক্তব্য, স্টেট ট্রাইবুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ (স্যাট) এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় ছয়বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর সুপ্রিম কোর্টে সপ্তম জয় আসবে।

1010

তাঁর দাবি ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে। কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। সেটা রোপা রুল ২০০৯-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন। এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে।’

click me!

Recommended Stories