জুলাই মাসে সেভাবে ছুটি পায়নি স্কুল কলেজ পড়ুয়ারা। ছুটি মেলেনি অফিসেও। তবে অগাষ্ট সেই আশা পূর্ণ করবে। কারণ এই মাসে একাধিক ছুটি রয়েছে। ১৫ই অগাষ্ট থেকে টানা ছুটি পড়ে যেতে চলেছে রাজ্যে। দেখুন কীভাবে ছুটি পাচ্ছেন।
জুলাই মাস অবশেষে শেষ! শুরু হয়েছে অগাষ্ট মাস। এই মাসে সেভাবে ছুটির (Government Holiday) সুযোগ মেলেনি সরকারি কর্মীদের (Government Employees)। তবে অগস্ট মাসে রয়েছে পর পর ছুটির সুযোগ। স্কুল-কলেজ, অফিস-কাছারির পাশাপাশি বেশ কয়েকদিন ব্যাঙ্কেও ছুটি রয়েছে।
27
আগস্ট মাসের ছুটির তালিকা
জুলাই মাসে ছুটি হাতছানি দেওয়ায় মন খারাপ হলেও আগস্ট মাসে রয়েছে পর পর ছুটির সুযোগ। অগস্টে রয়েছে স্বাধীনতা দিবস, রাখি বন্ধন, জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থীর মতো দিনগুলি। আগামী ৯ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি মিলবে। যদিও তা হলিডে পড়েছে। এবছর শনিবার পড়েছে রাখি।
37
জেনে রাখুন: চলতি বছরে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। এর মধ্যে অনেক গুলো ছুটি ইতিমধ্যেই পার হয়েছে। এরপর ২০২৫ সালে মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় সরকারি কর্মীরা বাড়তি ছুটি পাবেন না।
২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, এবারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি।
57
এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলবে।
67
তবে টানা ছুটি মিলবে ১৫ অগস্টের সময়। এ বছর ১৫ অগস্ট পড়েছে শুক্রবার। সেই দিন এমনিতেই ছুটি থাকছে। এরপর পরের দু’দিন শনি এবং রবিও মিলছে ছুটি। শুক্রের পর শনিবার পড়েছে জন্মাষ্টমী। সেই উপলক্ষে ছুটি থাকছে।
77
এরপর রবিবার। অর্থাৎ পর পর তিন দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। টানা ছুটির সুযোগ নষ্ট না করে চাইলেই কাছেপিঠে কোথাও ঘুরে আসা যেতেই পারে। তাই ঝটপট বানিয়ে ফেলুন প্ল্যান। আর বেরিয়ে পড়ুন।