বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! অগাস্ট থেকে অক্টোবর টানা ছুটি? দেখে নিন তারিখগুলো

Published : Aug 08, 2025, 10:34 AM IST

সরকারি কর্মীরা সেভাবে ছুটি পাননি জুলাই মাসে। সেই ঘাটতি পূরণ করে দিতে চলেছে আগামী মাসগুলো। এমনকী অগাষ্ট মাসেও একাধিক ছুটি পাবেন তাঁরা। অগস্ট থেকে অক্টোবর টানা ছুটির দৌলতে কাজের চাপের মাঝে রিল্যাক্সেশন মিলবে বহুদিন পর। দেখুন কীভাবে ছুটি পাচ্ছেন।

PREV
16

অগাস্ট থেকে অক্টোবর – সরকারি কর্মীদের জন্য সামনের মাসগুলি যেন উৎসব আর বিশ্রামের এক মিশেল। বেশ টানা ছুটি রয়েছে এই মাসগুলিতে। ফলে এখন থেকেই ছুটির কাটানোর প্ল্যান করতে পারেন সরকারি কর্মীরা।

26

অগাস্ট মাসে রয়েছে পর পর ছুটির সুযোগ। অগস্টে রয়েছে স্বাধীনতা দিবস, রাখি বন্ধন, জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থীর মতো দিনগুলি। আগামী ৯ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি মিলবে। যদিও তা শনিবার পড়েছে।

36

আগামী ৯ অগস্ট (শনিবার) রাখি পূর্ণিমা। যদিও শনিবার ছুটির দিন হওয়ায় আলাদা করে ছুটি পাওয়া যাবে না। তবে ১৫ অগস্ট (স্বাধীনতা দিবস) পড়েছে শুক্রবারে, ফলে সেদিন তো ছুটি থাকছেই। পরদিন ১৬ অগস্ট শনিবার পড়েছে জন্মাষ্টমী, ফলে সরকারি ছুটি পাওয়া যাবে ওই দিনও। আর ১৭ অগস্ট রবিবার—অর্থাৎ টানা তিন দিন ছুটি।

46

এই টানা ছুটিকে কাজে লাগিয়ে শহরের কোলাহল থেকে সাময়িক মুক্তি নেওয়া যেতেই পারে। পুজোর আগে ছুটি-উৎসব

এই বছর দুর্গাপুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। তবে শোনা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পেতে পারেন ২৬ সেপ্টেম্বর (চতুর্থী) থেকেই।

২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে টানা ছুটি। সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী, কোজাগরী লক্ষ্মীপুজো—সব মিলিয়ে প্রায় ১২ দিন ছুটির সম্ভাবনা।

56

কালীপুজো ও ভাইফোঁটাতেও লম্বা ছুটি

এই বছর কালীপুজো পড়েছে ২০ অক্টোবর, আর ভাইফোঁটা ২৩ অক্টোবর। এই সময়েও কর্মীদের জন্য এক সপ্তাহের মতো লম্বা ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।

66

রবিবারে পড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি

চলতি বছর ৮টি সরকারি ছুটি রবিবারে পড়েছে, যার মধ্যে কয়েকটি ইতিমধ্যেই কেটে গিয়েছে। আগামী বছর ২০২৫-তেও মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), মহালয়া এবং মহাষষ্ঠী—সবই রবিবারে পড়ায় কর্মীদের বাড়তি কোনও ছুটি মিলবে না।

Read more Photos on
click me!

Recommended Stories