রাজ্যবাসীর জন্য ফের আসছে নয়া স্কিম আনছে মমতা সরকার, এই কার্ড থাকলে উপকৃত হবেন আপনিও

পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থান প্রকল্প চালু করছে। জব কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এই প্রকল্পের মাধ্যমে তাদের রাজ্যে কাজের সুযোগ দেওয়া হবে।
Sayanita Chakraborty | Published : Jan 8, 2025 5:18 PM
110

পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের কথা চিন্তা করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার।

210

এবার আনল নতুন প্রকল্প। এমনই একটি প্রকল্প নিয়ে সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে, সম্প্রতি এই স্কিম নিয়ে নয়া নির্দেশ দেওয়া হয়েছে।

310

রাজ্যের তরফ থেকে একাধিকবার একশো দিনের কাজের বন্ধ করার অভিযোগ উঠেছে। এবার এর বিকল্প আনছে মমতা সরকার।

410

নিয়ে আছেন কর্মশ্রী প্রকল্প। এবার থেকে রাজ্য সরকারের এই প্রকল্পের অধীন পরিযায়ী শ্রমিকদের আরও বেশি কাজ দেওয়া হবে।

510

আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ রাজ্যের নানান জেলা থেকে সে সকল মানুষ ভিন্ন রাজ্যে কর্মরত আছে। তাদের জব কার্ড থাকলে এ রাজ্যে কাজ পাবেন।

610

জানা যাচ্ছে, যে সব ব্যক্তিদের জব কার্ড আছে, তাদের মধ্যে কত সংখ্যা পরিযায়ী শ্রমিক তা জানতে চেয়েছে মমতা সরকার।

710

সদ্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের তরফ থেকে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল জেলাকে নির্দেশ নিয়েছে মমতা সরকার।

810

নির্দেশ দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা স্থির করার জন্য। এবার তাদের চাকরি দেবে মমতা সরকার।

910

সদ্য বাড়ি বানানোর টাকা দিয়েছে সরকার। সকলের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। দুই কিস্তিতে টাকা দিচ্ছে মমতা সরকার।

1010

আবাস যোজনায় দেওয়া হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা। এবার চাকরি দেবে সরকার। যাদের জব কার্ড আছে তারা উপকৃত হবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos