মঙ্গলবার একলাফে বেড়ে গেল তাপমাত্রা! এখানেই কি শীতের ইতি? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

অনেকেই মনে করেছিলেন আগাম শীত পড়ে যাওয়ায় এবার শীতের ইনিংস বেশ লম্বা হতে চলেছে। কিন্তু সে গুড়ে বালি। মঙ্গলবার অনেকটাই বাড়ল তাপমাত্রা। তাহলে কি শেষ হতে চলেছে শীত?

Parna Sengupta | Published : Jan 7, 2025 6:13 PM
112

অগ্রহায়ণের শেষের দিকেই এই রাজ্যে শীতের কামড় টের পাচ্ছিলেন মানুষজন।

212

তবে মাঝখানে বেড়ে গিয়েছিল তাপমাত্রা।

312

আবার জানুয়ারির শুরুতে বেশ জাঁকিয়ে পারদ পতন হচ্ছিল। কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝা তাল কাটে। ফলে আবার পারদ চড়তে থাকে।

412

মঙ্গলবার তো গরম এতটাই যে অনেকেই শীতের পোশাক ছাড়াই থেকেছেন।

512

শাল, সোয়েটারে রীতিমত গরম লাগছে। তবে কি এ মরসুমে শীতের পাকাপাকি বিদায় হয়ে গেল।

612

বিশ্ব উষ্ণায়ন কি রাজ্যবাসীর এই ক্ষণিকের শীতের আনন্দটুকুও কেড়ে নিল?

712

আবহাওয়া দফতর কিন্তু অন্য কথা বলছে।

812

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

912

তাতে যে ঠান্ডা পড়বে তা পরের ৩ দিন টানা বজায় থাকবে। মানে আগামী ৫ দিনে শীতে তেমন কমতি হবে না দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।

1012

মকরসংক্রান্তির আগে একটা ভাল ঠান্ডার স্পেল পেতে পারে দক্ষিণবঙ্গের বড় অংশ।

1112

উত্তরবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে। সেখানেও আগামী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। যা তারপরের ৩ দিন বজায় থাকবে।

1212

এমনকি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ফলে গরম পড়লেও শীত যে পাকাপাকি বিদায় নিয়েছে এমনটা নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos