দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার! বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, মানতেই হবে এই নিয়ম
আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের বহু ক্লাবের তরফ থেকে সরকারি অনুদানের টাকা ফেরানোর কথা ঘোষণা করা হয়েছে। এবার সেই আবহে দুর্গাপুজোর অনুদান নিয়ে রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুজোর আগে বড় ধাক্কা মমতা সরকারের কাছে।
গত জুলাই মাসে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে চলতি বছরের দুর্গাপুজোর অনুদান নিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়েছিলেন অনুদান বাড়ানোর কথা। কিন্তু তার মাঝেই ঘটে যায় আরজি কর হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড।
আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের বহু ক্লাবের তরফ থেকে সরকারি (Government of West Bengal) অনুদানের টাকা ফেরানোর কথা ঘোষণা করা হয়েছে।
হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি শহর কলকাতার একটি নামকরা ক্লাবও অনুদান ফেরানোর কথা সিদ্ধান্ত নিয়েছে। এবার দুর্গাপুজোর এই অনুদান নিয়ে রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরজি করের ঘটনায় প্রায় একমাস ব্যাপী আন্দোলন এবং সমাজের সর্বস্তরের মানুষের তাতে যোগদান সরকারের চাপ অনেকটাই বাড়িয়েছে। বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যেই সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে।
গত কয়েক বছর ধরে রাজ্যের ক্লাব, পুজো কমিটিগুলিকে দুর্গাপুজোর জন্য অনুদান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বছর বছর বাড়ানো হয়েছে অনুদানের টাকা। এবার এই অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হতেই রাজ্যকে বড় নির্দেশ দিল আদালত।
দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত এই মামলায় হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি বলেন, ‘বহু ক্লাব নাকি অনুদান ফেরাচ্ছে’!
একইসঙ্গে অডিটের বিষয়ে রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। পুজোর মাসখানেক আগে আদালতের তরফ থেকে এই নির্দেশ আসায় শুরু হয়েছে জোর চর্চা।
বৃহস্পতিবার উচ্চ আদালতে (Calcutta High Court) পুজোর অনুদান নিয়ে একটি মামলা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পুজোর অনুদান বাড়লেও খরচের বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না।
অভিযোগ, অনুদানের টাকা কোন খাতে খরচ হচ্ছে সেই বিষয়ে কোনও নজরদারি হচ্ছে না। এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এদিকে, এরই মাঝে কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর অনুদানের জন্য টাকা বরাদ্দ হয়ে গেলেও এখনই সেই টাকা ছাড়তে চাইছে না রাজ্য।
অন্তত আগামী ৫ সেপ্টেম্বর অবধি অনুদানের (Durga Puja Donation) টাকা না ছাড়ার বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ এসেছে বলে খবর। শুধু তাই নয়, ৫ সেপ্টেম্বরের পরেও কবে টাকা ছাড়া হবে সেটা এখনও নিশ্চিত নয়।
কলকাতা পুলিশকে ৩০০০ পুজোর জন্য ২৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে নবান্নর (Government of West Bengal) তরফ থেকে। সূত্রের খবর, অনুদান বিতরণের জন্য ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করতে চাইছে রাজ্য।