DA Case: ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি, রাজ্যকে আজ কী নির্দেশ দেবে আদালত?

Published : Aug 05, 2025, 08:41 AM ISTUpdated : Aug 05, 2025, 08:45 AM IST
DA Case

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। রাজ্যের আর্জি খারিজ করে বিচারপতি জানিয়েছেন, আগেই নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত শুনানির জন্য।

আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। মামলা শুনবেন বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এদিকে আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বকেয়া মাহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিতে। যদিও তা এখনও দিতে পারেনি রাজ্য।

গতকালই অর্থাৎ সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। রাজ্য আগামী সোমবার শুনানির আবেদন জানান। রাজ্যের আর্জি খারিক করে দেন বিচারপতি সঞ্জয় করোল। তিনি বলেন, আমরা আগেই বলেছি, দ্রুত শুনানি হবে। আগামীকালই (মঙ্গলবার) বাস্তারিত শুনানি হবে।

বিচারপতি সঞ্জয় করোল বলেন, আমরা আগেই বলেছি, দ্রুত শুনানি করা হবে। আজকের দিনটি ভালো দিন। সিংভি সওয়াল করেন, রাজ্য সরকারকে সময় দিতে হবে। কারণ, পুরো প্রক্রিয়া ভালো ভাবে দেখতে হবে। হাইকোর্ট বা ট্রাইব্যুনাল, কেউই টাকার পরিমাণ জানায়নি বলেও এদিন আদালতে উল্লেখ করেন মনুসিংভি। এদিকে বিচারপতি বলেন, বিষয়টি খুব সহজ। আমরা আপনাদের বক্তব্য শুনিনি। এমন কোনও অভিযোগ থাকবে না।

প্রসঙ্গত, গত ১৬ মে অন্তর্বতী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ৬ সপ্তাহে। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়েছে ২৭ জুন। যদিও রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয়েছিল, এই টাকা এখনই দেওয়া সম্ভব নয়। রাজ্য আরও ৬ মাস সময় চেয়ে আদালতে আবেদনও জানায়। এদিন আদালত জানিয়ে দিল, মঙ্গলবারই মামলা শুনবে আদালত। 

রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী, আগামী সোমবার শুনানির আর্জি জানান। এরপরেই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, প্রয়োজনে রোজ শুনানি হবে। সে যাই হোক, আজ হবে শুনানি। আজ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি, রাজ্যকে আজ কী নির্দেশ দেবে আদালত? এর আগে রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল কোর্ট রাজ্য ৬ সপ্তাহ সময় চায়। এবার দেখা আজ কী নির্দেশ দেয় কোর্ট।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা