Weather News: বর্ষা না আসলে মিলবে না স্বস্তি! রাজ্যে কবে পাকাপাকি ভাবে প্রবেশ করবে বর্ষা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Published : Jun 08, 2024, 06:55 AM IST
weather today at my location

সংক্ষিপ্ত

Weather News: বর্ষা না আসলে মিলবে না স্বস্তি! রাজ্যে কবে পাকাপাকি ভাবে প্রবেশ করবে বর্ষা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Weather News: ভ্যাপসা গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। তবে পুরোপুরি বর্ষা ঢুকতে লেগে যাবে আরও দুই থেকে তিন দিন। অর্থাৎ ১২ বা ১৩ জুনের আগে স্বস্তি নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী যতদিন পুরোপুরি বর্ষা না আসছে ততদিন স্বস্তি নেই।

ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ন্যাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমে বৃষ্টি শুরু হয়েছে। বর্ষা প্রবেশ করতে শুরু করেছে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতেই দেরী করছে। কেরলে নির্ধারিত সময় অর্থাৎ ৩১ মে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন। কিন্তু তার একদিন আগেই অর্থাৎ ৩০ মে বর্ষা প্রবেশ করেছিল।

দক্ষিণ ভারতে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমিবায়ু বর্তমানে উত্তর-পূর্বভারতের দিকে অগ্রসর হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১১ জুনের আগে বর্ষা প্রবেশ করবে না। তাই আপাতত এখনও কয়েক দিন এই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

বিশেষজ্ঞদের কথায় মৌসুমি বায়ুর প্রবাহ বর্তমানে কোথাও কোথাও বেশি থাকলে কোথাও কম রয়েছে। বর্তমানে দেশের পশ্চিমভাগে মৌসুমি বায়ুর প্রবাহ বেশি। দক্ষিণবঙ্গে বর্ষার বিলম্বিত লয়ের কারণ হিসেবে আবহাওয়াবিদরা দায়ী করেছেন মৌসুমি বায়ু প্রবাহকে। বিশেষজ্ঞদের মতে মৌসুমি বায়ুর প্রবাহ কম। আর সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে দেরি হবে।

PREV
click me!

Recommended Stories

Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি