দুয়ারে সরকার শেষ হলে ফেব্রুয়ারিতেই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা? দুর্দান্ত খবর রাজ্যের মহিলাদের জন্য

Published : Jan 28, 2025, 09:30 AM IST

নয়া বছরেই সুখবর পেতে পারেন রাজ্যের মহিলারা। সারা রাজ্য জুড়ে এখন চলছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচি শেষ হলেই কি একধাক্কায় বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! আসতে চলেছে দারুণ খবর।

PREV
114

নতুন বছরে দারুণ সুখবর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

214

লক্ষ্মীর ভাণ্ডারের দরুন প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে।

314

এই বছরেই আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার! তারিখও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী

414

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)।

514

এই প্রকল্পের দরুন প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে।

614

একবার নাম নথিভুক্ত করলেই ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতিমাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে।

714

তবে এবার ফের একবার লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

814

শুরুতে লক্ষীর ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের ৫০০ টাকা ও তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ১০০০ টাকা মাসিক ভাতা দেওয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী।

914

পরবর্তীতে সেটা বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেয়া হয়েছে। এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে। যার ফলও মিলেছিল হাতে নাতে।

1014

মুখ্যমন্ত্রী বলেছেন ইতিমধ্যেই ২ কোটিরও বেশি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ও সুবিধা পাচ্ছেন।

1114

তবে এখনও বেশ কিছু মহিলার রয়েছেন যারা নাম নথিভুক্ত করে উঠতে পারেননি। আবার অনেকেই আবেদন করলেও কোনো ভুল ত্রুটির কারণে সেটা রিজেক্ট হয়ে গিয়েছিল। তাদের জন্য দুয়ারে সরকার কর্মসূচিতে ফের একবার নাম নথিভুক্ত করার সুযোগ রয়েছে।

1214

একবার নাম নথিভুক্ত করলেই ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতিমাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে।

1314

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাত অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে

1414

সেই প্রস্তুতিই শুরু করেছে তৃণমূল সরকার এই দুয়ারে সরকার কর্মসূচি থেকে।

click me!

Recommended Stories