মোদীর সঙ্গে মেট্রোর ৩ রুটের উদ্বোধনে থাকবেন মমতা? আমন্ত্রণপত্রে রয়েছে বড় চমক

Published : Aug 17, 2025, 10:19 PM IST

২২ অগস্ট মেট্রো রেলের তিনটি রুটের উদ্বোধন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মেট্রো সফরও করবেন। 

PREV
16
তিনটি রুটের উদ্বোধন

২২ অগস্ট মেট্রো রেলের তিনটি রুটের উদ্বোধন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মেট্রো সফরও করবেন। এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকরে আমন্ত্রণ জানান হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু প্রশ্ন তিনি কি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে?

26
অশ্বিনী বৈষ্ণবের আমন্ত্রণ

দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তবে সেই আমন্ত্রণপত্রের পরতে পরতে রয়েছে চমক। রেলমন্ত্রী শুধুমাত্র আমন্ত্রণ জানিয়েই খান্ত হননি। তিনি আমন্ত্রণপত্রের পরতে পরতে রয়েছে চমক। অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি রাজ্যের রেল প্রকল্পগুলির বিস্তারিত তালিকা ও কেন্দ্র কত টাকা বরাদ্দ করেছে তার পূর্ণাঙ্গ হিসেবে দিয়েছেন।

36
নবান্নে ফোন

নবান্ন সূত্রের খবর রেলমন্ত্রীর চিঠি এখনও নবান্নে পৌঁছায়নি। তবে রেলের শীর্ষকর্তাদের ফোন গিয়েছিল নবান্নে। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য ও নিয়মকানুন জানতে চাওয়া হয়েছে। নবান্নের একটি সূত্র মনে করছে চলতি সপ্তাহের প্রথম দিকেই পৌঁছে যাবে চিঠি।

46
মুখ্যমন্ত্রী কী যাবেন?

এখন প্রশ্ন হচ্ছে এই অনুষ্ঠানে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অতীতে একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েন চোখে পড়েছে। হাওড়া -শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে উপস্থিত ছিলেন না মমতা। মোদীর অনুষ্ঠানে মমতা থাকবেন কিনা - তা নিয়ে নবান্ন বা মুখ্যমন্ত্রীর দফতর কিছুই জানায়নি।

56
সেইসময় রেলমন্ত্রী মমতা

২০০৯-১১ সাল পর্যন্ত তিনি রেলমন্ত্রী থাকার সময়তেই এই মেট্রো প্রকল্পগুলির সূচনা হয়েছিল, সেই দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রী রেলের অনুষ্ঠানে হাজির হতেই পারেন বলে মনে করছে কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা।

66
তিনটি প্রকল্প

আগামী শুক্রবার থেকে চালু হবে গ্রিন লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইন। এর ফলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ সরাসরি জুড়ে যাবে এবং আরও সুগম হবে দৈনন্দিন যাতায়াত। নতুন পরিষেবার মধ্যে রয়েছে—রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোপথ, যা ইএম বাইপাস অঞ্চলের যাত্রীদের জন্য বিশেষ সুবিধাজনক হবে। পাশাপাশি উদ্বোধন হচ্ছে নোয়াপাড়া থেকে সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা।

Read more Photos on
click me!

Recommended Stories