দিনের বড় খবর! এবার জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়? দীর্ঘ প্রতীক্ষা শেষে মামলার শুনানি হাইকোর্টে

ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে ভিন্নমত থাকায় তৃতীয় বেঞ্চে এই মামলার শুনানি হবে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার জামিন মঞ্জুর করলেও, বিচারপতি অপূর্ব সিনহা রায় ওই ৫ জনকে জামিন দিতে চাননি।

২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তাঁর। একাধিকবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি। এবার সেই নিয়ে সামনে এল নয়া আপডেট।

নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে ৪ জনের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ ৫ জনের কপাল খোলেনি! গত সপ্তাহে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত রায়, শেখ আলি ইমাম এবং রঞ্জন মণ্ডল ওরফে চন্দনকে জামিন দেওয়া হয়। তবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহার জামিন নিয়ে দু’জনের মধ্যে ভিন্ন মত দেখা দেয়।

Latest Videos

দুই বিচারপতি সহমত না হওয়ায় ঝুলে থাকে তাঁদের ভাগ্য। তখনই জানা যায়, ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে ভিন্নমত থাকায় তৃতীয় বেঞ্চে এই মামলার শুনানি হবে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার জামিন মঞ্জুর করলেও, বিচারপতি অপূর্ব সিনহা রায় ওই ৫ জনকে জামিন দিতে চাননি। এই মামলার রায় হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে ফেরত যায়। এবার সেই মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে পাঠানো হল। সেখানে পার্থ, কল্যাণময়দের জামিন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী পার্থ সহ বাকি ৫ জনের জামিনের ক্ষেত্রে কী রায় দেন সেটাই দেখার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari