রাজ্যে আজ থেকে কমবে শীতের দাপট? নাকি ফের জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা! জেনে নিন আবহাওয়ার আপডেট

গোটা পৌষ মাস জুড়ে যেন শীত লুকোচুরি খেলে গেল। পৌষ পার্বণেও পরেনি জাঁকিয়ে শীত। ঠান্ডা-গরম মিশ্রিত আবহাওয়া অনুভব করছে বাংলার মানুষ। তাহলে কি এবছরের মতো সমাপ্ত হতে চলেছে শীত নাকি আবারও নামবে তাপমাত্রার পারদ?

Parna Sengupta | Published : Jan 17, 2025 12:28 AM
115

১২ মাসে ৬ টি ঋতু পরিবর্তন হয়। তবে অনুভূত হয় প্রধান ৪টি। আর তার মধ্যে অন্যতম একটি ঋতু হলো শীত।

215

ঋতুতে সকালবেলা ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক। অনুভূত হয় হাড় কাঁপানো ঠান্ডা। তবে চলতি বছরে হাড় হিম করা ঠান্ডার অনুভূতি পাচ্ছে না বাংলার মানুষ।

315

তবে এবার পৌষ পার্বণেও পরেনি জাঁকিয়ে শীত। ঠান্ডা-গরম মিশ্রিত আবহাওয়া অনুভব করছে বাংলার মানুষ।

415

তাহলে কি এবছরের মতো সমাপ্ত হতে চলেছে শীত নাকি আবারও নামবে তাপমাত্রার পারদ?

515

সম্প্রতি হিমেল পরশ নিয়ে নয়া আপডেট দিল মৌসম ভবন (Weather Update)। জানালো এখনই বিদায় নেবে না শীত। এখন গরম অনুভূত হলেও খুব শীঘ্রই আবারো ঠান্ডা অনুভূত হবে সারা বাংলা জুড়ে।

615

চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত অনুভব করবে বাংলার মানুষ। প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ।

715

কবে থেকে রাজ্যের কোন জায়গায় কেমন ঠান্ডা অনুভব করবে বাংলার মানুষ? জেনে নিয়ে সতর্ক হন।

815

হাওয়া অফিস সূত্রে খবর, এ বছরে বাংলায় শৈত্য আগমনের পথে বারবার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। গত বুধবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে রাজ্য থেকে উধাও হয়েছে শীতের আমেজ।

915

হালকা গরম পেতেই প্রশ্ন উঠেছে তাহলে কি শীত এভাবেই কেটে যাবে? আর এই প্রশ্ন উঠতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২দিন এই মনোরম আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে (Weather Update)।

1015

তবে দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ঘন কুয়াশা দেখা গেল ২৩শে জানুয়ারি থেকে। বিশেষত এদিন বেশি কুয়াশা ঘনীভূত হয় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুরে।

1115

কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে। কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে আগামী ২দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপরের দিন ঘন কুয়াশা বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে।

1215

উত্তরপ্রদেশ, সিকিম, বিহার এবং উত্তরবঙ্গ জুড়েও আগামী ৪৮ ঘণ্টায় অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নামতে পারে ৫০ থেকে ২০০ মিটারের নিচে।

1315

তাহলে শীতের আমেজ কবে থেকে অনুভূত হবে? এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার দাপট পরিলক্ষিত হওয়ার পর থেকেই শুরু হবে উত্তুরে হাওয়া (Weather Update)।

1415

২৬শে জানুয়ারি থেকে শীতের আমেজ অনুভূত হবে সারা বাংলা জুড়ে। প্রায় ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রার পারদ।

1515

তাই আগে থেকেই রাজ্যের মানুষকে জাঁকিয়ে শীত পড়ার সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos