Kolkata Metro: পুজোর মুখেই বড় খবর, শনি-রবিতেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ছুটবে মেট্রো

Published : Sep 11, 2025, 12:11 AM IST
Kolkata Metro

সংক্ষিপ্ত

Kolkata Metro: এমনিতেই পুজোর সময় ঘোরাঘুরি, আড্ডা, যাতায়াতম কেনাকাটা এইসব লেগেই থাকে। ফলে, কলকাতা মেট্রো কর্তৃপক্ষর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কুর্নিশযোগ্য একটি পদক্ষেপ। 

Kolkata Metro: কলকাতা মেট্রো মানেই হল শহরের লাইফলাইন। আর তাই মেট্রো কর্তৃপক্ষ আরও একবার সাধারণ মানুষের পাশে (kolkata metro route)। পুজোর মুখেই চলে এল সুখবর। এবার থেকে শনি এবং রবিবার, নোয়াপাড়া-বিমানবন্দর রুটে চলবে মেট্রো। নিঃসন্দেহে যাত্রীদের স্বার্থে কলকাতা মেট্রোর যুগান্তকারী পদক্ষেপ (kolkata metro yellow line time table)। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হয়

এমনিতেই পুজোর সময় ঘোরাঘুরি, আড্ডা, যাতায়াতম কেনাকাটা এইসব লেগেই থাকে। ফলে, কলকাতা মেট্রো কর্তৃপক্ষর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কুর্নিশযোগ্য একটি পদক্ষেপ। গত ২২ অগাস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হয়। তার মধ্যেই একটি হল নোয়াপাড়া-বিমানবন্দর রুট। এরপর গত ২৫ অগাস্ট থেকে ইয়েলো রুটের মোট ৪টি স্টেশনে যাত্রী পরিষেবা চালানো হচ্ছে মেট্রোর তরফে। 

সেগুলি হল, নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ তথা দমদম বিমানবন্দর। এতদিন পর্যন্ত, সোমবার-শুক্রবার অবধি এই রুটে মেট্রো পরিষেবা চালু ছিল। তবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শনি এবং রবিবারও এই রুটে মেট্রো চলবে। 

ঠিক ৩৫ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন

আপ এবং ডাউন লাইন মিলিয়ে, মোট ২২টি করে অর্থাৎ, ৪৪টি মেট্রো চলবে। শনিবার সকাল ৭.৩৫ মিনিট থেকে রাত ৮.৩২ পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা। আবার রবিবার সকাল ৮.৩৫ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। ঐদিনের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৮.২২ মিনিটে। ঠিক ৩৫ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন।

এদিকে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, গত ৮ সেপ্টেম্বর সবকটি রুট মিলিয়ে নোট ৮ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। তাদের মধ্যে ব্লু লাইনে ৫ লক্ষ ৭০ হাজার জন ট্র্যাভেল করেছেন। গত তিনদিনে মোট ৭০১৬টি নতুন স্মার্টকার্ড ইস্যু করা হয়েছে। সুতরাং, মেট্রো যে অন্যতম বড় ভরসা, সেই কথা বলাই বাহুল্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের