কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা খারিজ, সব্যসাচী দত্তর ১১ হাজার টাকা জরিমানা

Published : Sep 10, 2025, 05:39 PM ISTUpdated : Sep 10, 2025, 05:43 PM IST
Kartik Maharaj

সংক্ষিপ্ত

Jagannath Temple, Digha: দিঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কার্তিক মহারাজের (Kartik Maharaj) মন্তব্য প্রসঙ্গে মামলা দায়ের করেছিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সেই মামলা খারিজ হয়ে গেল।

DID YOU KNOW ?
বিতর্কে কার্তিক মহারাজ
গত কয়েক বছরে বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন কার্তিক মহারাজ। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন।

Sabyasachi Dutta Fined: পদ্মশ্রী (Padma Shri) কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে মামলা দায়ের করে বিপাকে তৃণমূল কংগ্রেস (AITC) নেতা সব্যসাচী দত্ত। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) সন্ন্যাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। একইসঙ্গে শাসক দলের নেতার ১১ হাজার টাকা জরিমানাও হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ বলেছে, 'এই ধরনের মামলার মাধ্যমে শুধু আদালতের সময় নষ্ট হচ্ছে। এটা বরদাস্ত করা যায় না।' আদালতের পর্যবেক্ষণ, ‘কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী ও জনসেবার সঙ্গে যুক্ত ব্যক্তি। তাঁর বক্তব্য রাজনৈতিক হতে পারে, কিন্তু তা সরাসরি মানহানির পর্যায়ে পড়ে না। তাই এমন মামলার কোনও মেরিট নেই।’

কার্তিক মহারাজের বিরুদ্ধে কেন মামলা?

দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনা করেন কার্তিক মহারাজ। তাঁর এই মন্তব্য নিয়েই কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন সব্যসাচী। বুধবার সেই মামলা খারিজ হয়ে গেল। মুর্শিদাবাদে হিংসা-সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার তথা শাসক দল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন কার্তিক মহারাজ। পাল্টা তাঁর সমালোচনা করেছে শাসক দল। এই সন্ন্যাসীকে নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দায়ের করেন এক মহিলা। যদিও রাজনৈতিক মহলের অনেকের দাবি, সেই অভিযোগ সাজানো। রাজনৈতিক কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে মানহানির মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বস্তিতে কার্তিক মহারাজ।

কার্তিক মহারাজের পাশে বিজেপি

কার্তিক মহারাজের বিরুদ্ধে সব্যসাচীর দায়ের করা মামলা খারিজ হয়ে যাওয়ার পর শাসক দলকে আক্রমণ করে বিজেপি (BJP) নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'সত্য প্রতিষ্ঠা পায়। ভারতীয় বিচারব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি। ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীকে কালিমালিপ্ত করা চেষ্টা করেছিলেন।' এ বিষয়ে এখনও পর্যন্ত শাসক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তর ১১ হাজার টাকা জরিমানা
কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করায় সব্যসাচী দত্তর জরিমানা করল কলকাতা হাইকোর্ট।
Read more Articles on
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?