চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানি, ভয়ঙ্কর কাণ্ড রুবি মোড়ের কাছে, গ্রেফতার যুবক

Published : Sep 10, 2024, 01:51 PM ISTUpdated : Sep 10, 2024, 01:55 PM IST
 molestation girls

সংক্ষিপ্ত

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এদিন রুবি মোড় থেকে তরুণী বাসে উঠে বাড়ি ফিরছিলেন। ভিড় বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত ওই তরুণীর শ্লীলতাহানি করে হবে অভিযোগ।

চলন্ত বাসের মধ্যে শ্লীলতাহানির ঘটনা ঘটল খোদ কলকাতায়। সারা রাজ্য যখন আরজি কর কাণ্ড নিয়ে উথাল-পাথাল করছে, নারী সুরক্ষার জন্য লড়াই করে চলেছে, তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল রুবির মোড়ের কাছে।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মেয়েটি চিৎকার করতে শুরু করে। তরুণীর চিৎকার শুনে যাত্রীরা সচেতন হয়। শেষে সেই সকল ব্যক্তিকে ধরে ফেলে। গণপিটুনি দেওয়া হয়। তারপর নিয়ে যাওয়া হয় কসবা থানায়। সেখানে গিয়ে ঘটে আরও এক সমস্যা। অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, তারা নাকি অভিযোগকারীকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখে এবং এফআইআর নেওয়ার ব্যাপারে টালবাহানা করে। প্রায় ২ ঘন্টা বসিয়ে রাখার পর অভিযোগ নেয় বলে শোনা গিয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, ওই তরুণীর বাড়ি লর্ডসের মোড়ে। এদিন রুবি মোড় থেকে তিনি বাসে উঠে বাড়ি ফিরছিলেন। ভিড় বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত ওই তরুণীর শ্লীলতাহানি করে হবে অভিযোগ। তারপর সে চিৎকার করে। তাতেই অন্যান্য সহযাত্রীর ঘরে ফেলে সেই ব্যক্তিকে। গণপিটুনি দেওয়া হয়।

এই ঘটনা ফের প্রশ্ন তুলল শহরে নারীদের নিরাপত্তা নিয়ে। গত এক মাস ধরে চলছে আন্দোলন। আরজি কর হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর থেকে উত্তাল সর্বত্র। সর্বত্র আন্দোলন চলছে নারীদের নিরাপত্তা নিয়ে। এই ঘটনার মাঝে ফের দেখা গেল রুবির ঘটনা। মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটল শহরে।

 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?