চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানি, ভয়ঙ্কর কাণ্ড রুবি মোড়ের কাছে, গ্রেফতার যুবক

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এদিন রুবি মোড় থেকে তরুণী বাসে উঠে বাড়ি ফিরছিলেন। ভিড় বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত ওই তরুণীর শ্লীলতাহানি করে হবে অভিযোগ।

চলন্ত বাসের মধ্যে শ্লীলতাহানির ঘটনা ঘটল খোদ কলকাতায়। সারা রাজ্য যখন আরজি কর কাণ্ড নিয়ে উথাল-পাথাল করছে, নারী সুরক্ষার জন্য লড়াই করে চলেছে, তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল রুবির মোড়ের কাছে।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মেয়েটি চিৎকার করতে শুরু করে। তরুণীর চিৎকার শুনে যাত্রীরা সচেতন হয়। শেষে সেই সকল ব্যক্তিকে ধরে ফেলে। গণপিটুনি দেওয়া হয়। তারপর নিয়ে যাওয়া হয় কসবা থানায়। সেখানে গিয়ে ঘটে আরও এক সমস্যা। অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, তারা নাকি অভিযোগকারীকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখে এবং এফআইআর নেওয়ার ব্যাপারে টালবাহানা করে। প্রায় ২ ঘন্টা বসিয়ে রাখার পর অভিযোগ নেয় বলে শোনা গিয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Latest Videos

সূত্রের খবর, ওই তরুণীর বাড়ি লর্ডসের মোড়ে। এদিন রুবি মোড় থেকে তিনি বাসে উঠে বাড়ি ফিরছিলেন। ভিড় বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত ওই তরুণীর শ্লীলতাহানি করে হবে অভিযোগ। তারপর সে চিৎকার করে। তাতেই অন্যান্য সহযাত্রীর ঘরে ফেলে সেই ব্যক্তিকে। গণপিটুনি দেওয়া হয়।

এই ঘটনা ফের প্রশ্ন তুলল শহরে নারীদের নিরাপত্তা নিয়ে। গত এক মাস ধরে চলছে আন্দোলন। আরজি কর হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর থেকে উত্তাল সর্বত্র। সর্বত্র আন্দোলন চলছে নারীদের নিরাপত্তা নিয়ে। এই ঘটনার মাঝে ফের দেখা গেল রুবির ঘটনা। মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটল শহরে।

 

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি