জন্মদিনের পার্টিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, রেলস্টেশন থেকে পাকড়াও প্রাক্তন প্রেমিক

Published : Sep 10, 2025, 09:02 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Crime News: প্রাক্তন প্রেমিকের হাতে নির্যাতনের শিকার তরুণী। পুলিশি অভিযানে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Kolkata Crime News: জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী। ঘটনায় অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম চন্দন মল্লিক। অভিযুক্ত ওঅ যুবককে বর্ধমান স্টেশন থেকে মঙ্গলবার রাতে পাকড়াও করে পুলিশ। গত ৭ সেপ্টেম্বর রবিবার হরিদেবপুরে তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। জানা গিয়েছে, হরিদেবপুর থানা এলাকায় এক তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়সী অভিযোগকারিণীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযোগ গত ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত চন্দন মল্লিক ওই তরুণীকে মালঞ্চার কাছে আর এক অভিযুক্ত দীপ ওরফে দেবাংশু বিশ্বাসের বাড়িতে নিয়ে যায়। সেখানেই ছিল জন্মদিনের পার্টি । সেখানে অভিযুক্ত প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক ও তার বন্ধু অভিযোগকারিণীকে ধর্ষণ করার পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন চালায়। পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে অভিযুক্তের বাড়ি থেকে কোনও রকমে পালিয়ে আসতে সক্ষম হয় তরুণী ।

এদিকে ঘটনার পর হরিদেবপুর থানায় অভিযোগ জানালে ভারতীয় ন্যায়বিধির ধারা ৮৭/৭০(১)/৬৪(২)(এম)/৭৮/১১৫(২)/১১৭(২)/১২৭(২) অনুযায়ী অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি হয়। এরপরই মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন চত্বরে অভিযান চালিয়ে নির্যাতিতা তরুণীর প্রাক্তন প্রেমিক তথা অভিযুক্ত চন্দন মল্লিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, চাঁদা তুলতে যাওয়াই কাল হল! দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু, গুরুতর আহত ১। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের নাথুয়াহাট বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে।

জানা গিয়েছে, মৃত দুই কিশোরের নাম মৈনাক দত্ত (১৬), পার্থ রায় (১৫)। দুর্গা পুজোর আগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন স্থানীয় এক পুজো কমিটির হয়ে রাস্তায় চাঁদা কাটা হচ্ছিল। সে সময় একটি পিকআপ ভ্যান নাথুয়ার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল। ওই পিকআপ ভ্যানটিকে দাঁড় করানো হয়। কিন্তু চাঁদা না দিয়ে চলে যায় ভ্যান। আর এরপর তিনজন বাইকে চেপে পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে। বাইকে ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বেরিয়ে যায়। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তিনজন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা