বন্ধ চা বাগানে ঢুকল চিতাবাঘ, লকডাউনে আতঙ্ক ছড়াল শিলিগুড়িতে

Published : May 09, 2020, 05:43 PM ISTUpdated : May 09, 2020, 06:06 PM IST
বন্ধ চা বাগানে ঢুকল চিতাবাঘ, লকডাউনে আতঙ্ক ছড়াল শিলিগুড়িতে

সংক্ষিপ্ত

লকডাউনের মাঝে নয়া বিপত্তি বন্ধ চা বাগানে ঢুকল চিতাবাঘ খাঁচা বসানোর দাবি স্থানীয়দের আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়

লকডাউনের মাঝেই এবার নয়া বিপত্তি। বন্ধ চা বাগানে ঢুকে পড়ল চিতাবাঘ! আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়ায় এলাকায়। খাঁচা বসানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝেই মিলল সুখবর, বাঘের সংখ্যা বাড়ল সুন্দরবনে

ফাঁসিদেওয়া ব্লকের হাঁসখোয়া চা-বাগান। লকডাউনে কারণে এখন বাগান বন্ধ। শ্রমিকেরা যে যাঁর বাড়িতে। তাতেই কি ঘটল বিপত্তি? স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক দিন ধরেই হাঁস,মুরগি ও ছাগল উধাও হয়ে যাচ্ছিল। প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি কেউই। শেষপর্যন্ত চা-বাগান লাগোয়া এলাকায় একটি চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখা যায়! শুধু তাই নয়, বাঘটি নাকি আবার সন্তান প্রসব করেছে চা-বাগানে। ঘটনাটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ফাঁসিদেওয়ার হাঁসখোয়া চা বাগান লাগানো এলাকায়। বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন অনেকেই।  

আরও পড়ুন: করোনা সংকটের মাঝেই হনুমানদের মৃত্য়ু, আতঙ্ক ছড়াল বাগনানের গ্রামে

আরও পড়ুন: জেলাশাসকের দপ্তরের সামনে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে 'খুন', থানায় আত্মসমপর্ণ যুবকের

জানা দিয়েছে, খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা যখন ঘটনাস্থলে যান, ততক্ষণে গা-ঢাকা দিয়েছে চিতাবাঘটি। আপাতত এলাকায় নজরদারি আরও বাড়ানোর আরও বাড়ানো হতে পারে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে খাঁচার পাতার কোনও পরিকল্পনা নেই বলেই বনদপ্তর সূত্রে খবর।

 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ