৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা, বাঁকুড়ায় উপচে পড়ছে ভিড়

Published : Sep 02, 2019, 11:32 PM IST
৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা, বাঁকুড়ায় উপচে পড়ছে ভিড়

সংক্ষিপ্ত

বাঁকুড়ায় গণেশ পুজোয় চমক একান্ন কেজি ওজনের লাড্ডু দিয়ে গণেশ বন্দনা লাড্ডু দেখতে উপচে পড়ছে ভিড়

সিদ্ধিদাতা গণেশের প্রিয় লাড্ডু। আর সেই লাড্ডুর ওজন যদি হয় একান্ন কেজি, তাহলে তো কথাই নেই। গণপতিকে সন্তুষ্ট করে এমন বিশালাকার লাড্ডু দিয়েই পুজোর আয়োজন করেছিল বাঁকুড়ার চাঁদমারিডাঙা গনেশ পুজো কমিটি।  

প্রতি বছরই নতুন নতুন চমক নিয়ে হাজির হয় বাঁকুড়ার এই পুজো কমিটি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবার একান্ন কেজি ওজনের লাড্ডু বানিয়ে চমকে দিয়েছেন এই পুজোর উদ্যোক্তারা। আর সেই লাড্ডু দেখতেই উপচে পড়ছে ভিড়। 

আরও পড়ুন- গণেশ চতুর্থী উপলক্ষে রইল তিন রকমের লাড্ডুর রেসিপি, বানিয়ে নিন সহজেই

আরও পড়ুন- গণেশ চতুর্থীতে এমন কিছু উপহারের ঠিকানা যা আপনার প্রিয়জনদের নজর টানবে

বাঁকুড়ার ভৈরব স্থান মোড়ের একটি মিষ্টির দোকানে এই লাড্ডু তৈরি হয়েছে। বাঁকুড়া জেলায় তৈরি হওয়া এটাই সবথেকে বড় লাড্ডু। একাধিক কারিগর মিলে এই দশাসই লাড্ডু তৈরি করেছেন। এই  লাড্ডু তৈরি করতে খরচ হয়েছে বারো হাজার টাকা। মোতিচুরের এই বিরাট লাড্ডুই চাঁদমারিডাঙার গণেশ পুজোর সবথেকে বড় আকর্ষণ হয়ে উঠেছে। গণেশ প্রণাম করতে এসে তাই লাড্ডুর থেকে চোখ সরছে না কারোরই। 

PREV
click me!

Recommended Stories

'চাই না বলিনি, পাই না বলেছি' মুসলিম ভোট নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের