মোবাইলে ব্যস্ত চালক, বেপরোয়া লরি পিষে দিল পথচারীকে

  • মোবাইলে ব্যস্ত চালক
  • বেপরোয়া লরির চাকায় পিষ্ট পথচারী
  • ঘাতক লরিতে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা
  • বেধড়ক মার খেলেন চালক
     

চালকের এক হাতে স্টিয়ারিং, আর অন্য হাতে মোবাইল। বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল পথচারীর। ঘটনার পর রীতিমতো ধাওয়া করে ঘাতক লরিটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। বেধড়ক মারধর করা হয় চালককে, ভাঙচুর চলে লরিটিতেও। উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ঘাতক লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতের নাম সামাদ মণ্ডল। বাড়ি, চন্দ্রকোনা টাউন থানার ইন্দা গ্রামে। বুধবার দুপুরে স্থানীয় সন্ধিপুর হাট থেকে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন সামাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধিপুর থেকে কিছুটা দুরে একটি সিমেন্ট বোঝাই লরি টোটাটিকে সজোরে ধাক্কা মারে। এতটাই জোরে ধাক্কা লাগে যে, টোটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান সামাদ।  তখন দ্রুতগতিতে লরিটিকে তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান সামাদ মণ্ডল। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।  ঘাতক লরিটির পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দারা। একসময়ে লরিটিকে ধরেও ফেলেন তাঁরা।  লরিতে ভাঙচুর করাই শুধু নয়, চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়।  প্রত্যক্ষদর্শীদের দাবি,  লরির চালানো সময়ে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন চালক। এক হাতে স্টিংয়ারিং ধরে গাড়ি চালাচ্ছিলেন তিনি। শুধু তাই নয়, লরিটি গতি অত্যন্ত বেশি ছিল। শেষপর্যন্ত আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি লরির চালক।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। অভিযুক্ত লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Latest Videos

আরও পড়ুন: জ্বলন্ত পাটকাঠির গাদায় মিলল গৃহবধূ ও প্রতিবেশীর যুবকের দেহ, চাঞ্চল্য বনগাঁয়

উল্লেখ্য, কয়েক দিন আগেই কাকভোরে ফরাক্কায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মারা যান ৬ জন।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে যাত্রীদের বহরমপুরে দিয়ে যাচ্ছিল এক বাস।  আর ট্যাঙ্কারটি আসছিল উল্টোপথে। ফরাক্কায় এনসিপি মোড় আর বল্লালপুরে মাঝে খয়রাকাদি এলাকায় বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসের জানলা দিয়ে কোনওমতে যাত্রীদের উদ্ধার করা হয়। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর