ফল প্রকাশের আগে মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতে মিলল ঝুলন্ত দেহ

  • ফলপ্রকাশের আগে অস্বাভাবিক মৃত্যু
  • বাড়িতে মিলল মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
  • ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে
  • তদন্তে নেমেছে পুলিশ
     

Asianet News Bangla | Published : Jul 15, 2020 5:41 PM IST

মিঠু সাহা, শিলিগুড়ি:  খারাপ ফলের আশঙ্কাতেই কি আত্মহত্যা? ফলপ্রকাশের কয়েক ঘণ্টার মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য়। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।

আরও পড়ুন: 'বিয়ে'র পর ছেড়ে চলে গিয়েছে স্বামী, স্বীকৃতির দাবিতে 'শ্বশুরবাড়ি'র সামনে ধর্ণা তরুণীর

মৃত ছাত্রের নাম তন্ময় বর্মণ। বাড়ি, শিলিগুড়ি শহর লাগোয়া খড়িবাড়ি এলাকায়। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তন্ময়। বুধবার পরীক্ষার ফল ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পরিবার লোকেরা জানিয়েছেন, রোজকার মতোই সকালে প্রাতঃভ্রমণের বেরিয়েছিল তন্ময়। বাড়ি ফিরে জলখাবার খেয়ে চলে যায় নিজের ঘরে। বন্ধ করে দেয় দরজাও। এরপর ডাকাডাকি করেও তন্ময়ের আর সাড়াশব্দ পাওয়া যায়নি। শেষপর্যন্ত যখন ঘরের দরজা ভাঙেন, তখন ওই তার ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরাই। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে, তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: টোটো নিয়ে গন্ডগোলে 'পিটিয়ে খুন', বেঘোরে প্রাণ গেল দোকান মালিকের

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে পুলিশ। তবে মৃত্যু কারণ নিয়ে ধন্দে তদন্তকারীরা। প্রতিবেশীদের কারও বক্তব্য, মাধ্যমিক খারাপ রেজাল্টের আশঙ্কায় আত্মহত্যা করেছে তন্ময়। কিন্তু ঘটনা হল, পরীক্ষা পাস করেছিল সে। তাহলে ঘটনার নেপথ্যে অন্য কোনও  কারণ আছে? তদন্তে নেমেছে।

Share this article
click me!