জয় শ্রীরাম ধ্বনি! ফের গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন মমতা

swaralipi dasgupta |  
Published : May 30, 2019, 08:30 PM ISTUpdated : May 30, 2019, 08:59 PM IST
জয় শ্রীরাম ধ্বনি! ফের গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন মমতা

সংক্ষিপ্ত

আবার 'জয় শ্রীরাম' ধ্বনি শুনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়  গাড়ি থেকে নেমে বললেন, এটা বাংলা, গুজরাট হতে দেব না  

আবার 'জয় শ্রীরাম' ধ্বনি শুনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গাড়ি থেকে নেমে বললেন, এটা বাংলা, গুজরাট হতে দেব না। 

নৈহাটির পরিস্থিতি রাজনৈতিক সংঘর্ষের জেরে দিন দিন খারাপ হচ্ছে। বৃহস্পতিবার সেখানেই অবস্থান বিক্ষোভে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে সমবেত কন্ঠে অনেকে 'জয় শ্রীরাম' ধ্বনি তোলেন। এমনকী শিশুরাও মমতার কনভয় দেখে জয় শ্রীরাম বলতে থাকে। 

 

 

সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। নেমেই বলেন, "আমাদের খাবে, আমাদের পড়বে! এখানে গুন্ডামি মস্তানি হবে না। বেঁচে আছ আমাদের জন্য। কোন দাদার মস্তানি চলে দেখে নেব। খাচ্ছ দাচ্ছ জমিদারি করছ!"
 
এর পরেই মমতা তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীদের বলেন, "এখনই এই ছেলেগুলোর নাম লিখে নাও তো! পুরো নাকা চেকিং হবে। বাড়ি টু বাড়ি হবে।" 

মুখ্যমন্ত্রী বলেন, "তুমি তোমার মতো স্লোগান দিতে পার। কিন্তু গাড়ির সামনে কেন! এটা বাংলা। এটাকে গুজরাট হচে দেব না।" 

তবে এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আবার গাড়িতে উঠে গেলে 'জয় শ্রীরাম' ধ্বনি তোলেন কিছু মানুষ। রীতিমতো মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে ধরে সকলে বলতে থাকেন 'জয় শ্রীরাম'। আবার গাড়ি থেকে নেমে পড়েন মমতা। বলেন, "এই ক্রিমিনালরা সামনে আয়। বুকের পাটা থাকে তো সামনে আয়।" 

এর পরে সংবাদমাধ্যমের সামনে মমতা বলেন, "এদের সাহস কত বড়! বিজেপির ফেট্টি বেঁধে আমায় গালাগালি দিচ্ছে। এরা কেউ বাংলার স্থানীয় মানুষ নয় এরা সব বহিরাগত।" 
 

PREV
click me!

Recommended Stories

'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI