'এবার মুখ খুলব', এসএসসিকাণ্ডের মাঝেই বিস্ফোরক মমতা

Published : May 19, 2022, 06:05 PM ISTUpdated : May 19, 2022, 06:09 PM IST
 'এবার মুখ খুলব', এসএসসিকাণ্ডের মাঝেই বিস্ফোরক মমতা

সংক্ষিপ্ত

এসএসসি সহ একাধিক মামলায় জেরবার রাজ্য। এহেন অস্থির পরিস্থিতির মাঝেই ঝাড়গ্রামে গিয়ে 'এবার মুখ খুলব', বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

এসএসসি সহ একাধিক মামলায় জেরবার রাজ্য। এহেন অস্থির পরিস্থিতির মাঝেই ঝাড়গ্রামে গিয়ে 'এবার মুখ খুলব', বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। একদিকে যেমন এসএসসি দুর্নীর্তি জড়িয়ে একেরপর এক পার্থ,পরেশের মতো হেভিওয়েট মন্ত্রীদের নাম। কেউই সিবিআই-র নজর এড়াতে পারছেন না। অন্যদিকে গরুপাচারকাণ্ডে সিবিআই দফতরে অনুব্রত মণ্ডল। এদিকে গতকালই পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। সকালে হাজিরা দিয়ে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে সোজা এসএসকেম-এ কেষ্ট।

এদিকে এখনও শেষ হয়নি জেরা পর্ব। এদিকে বৃহস্পতিবার এসএসসি দুর্নীতি কাণ্ডে,  হাইকোর্টের নির্দেশে সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছিলেন রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শেষমেষ কন্যা অঙ্কিতা-সহ পরেশ অধিকারীর নামে সিবিআই  এফআইআর দায়ের করতেই, খোঁজ মেলে শিক্ষা প্রতিমন্ত্রীর। তাঁকে সন্ধ্যার মধ্য়ে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। এতকাণ্ডের মাঝেই তোপ দাগলেন মমতা।

আরও পড়ুন, 'আমাদের মারতে মারতে গাড়িতে তুলল পুলিশ', এসএসসিকাণ্ডে 'সেন্ট্রাল লকআপে' সজল ঘোষ

সারাদিনের এসএসসি কাণ্ডের মাঝে যদিও ঝাড়গ্রামে গিয়ে কর্মীসভায় এদিন বিজেপি নয়, বরং বামেদের নিশানা করে বললেন, আগে একটা চিরকুট দিয়ে চাকরি হত। একটা ট্রান্সফার করত চিরকুট দিয়ে। কাজ করতে গিয়ে কেউ ভূল করলে তাঁকে সংশোধন করে দেওয়া উচিত। আমি এতদিন ভদ্রতা দেখিয়েছি। এবার আমি মুখ খুলব। রাজনৈতিক মহল বলছে, মমতার এই মন্তব্যের তীর বাম আমলের নিয়োগের দিকেই। যদিও মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন স্পষ্ট করে কিছু বলেননি।

আরও পড়ুন, এসএসসি দুর্নীতি মামলায় 'বিশ বাঁও' জলে পার্থ, 'ব্যাক্তিগত' কারণ দেখিয়ে সরল ডিভিশন বেঞ্চ

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে এসএসসি কাণ্ডে তোলপাড় রাজ্য। প্রসঙ্গত, বুধবার সিবিআই দফতরে যেতে বাধ্য হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে চলে তাঁর জিজ্ঞাসাবাদ। এদিকে রক্ষাকবচের জন্য মামলা দায়ের করলেও ব্যাক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছে ডিভিশন বেঞ্চ।  এদিকে বৃহস্পতিবার এসএসসি দুর্নীতি কাণ্ডে,  হাইকোর্টের নির্দেশে সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছিলেন রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শেষমেষ কন্যা অঙ্কিতা-সহ পরেশ অধিকারীর নামে সিবিআই  এফআইআর দায়ের করতেই, খোঁজ মেলে শিক্ষা প্রতিমন্ত্রীর। জানিয়েছেন হাজিরা দিতে ট্রেনে নয়, বিমান আসছেন তিনি। 

আরও পড়ুন, সিবিআই দফতর থেকে বেরিয়েই সোজা এসএসকেম-এ ভর্তি হলেন অনুব্রত, জিজ্ঞাসাবাদের পর কী হল কেষ্টর

এদিনের অনুষ্ঠান থেকে অবশ্য সরকারি কর্মসূচিগুলি নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। মমতা বলেন, 'দলের মিটিং থেকেই নির্দেশ দিচ্ছি আমি, যারা গ্রামসভা, পঞ্চায়েত কর্মসমিতিতে আছেন , তাঁরা মানুষের কাজ করবেন। বর্ষার আগে কাজ করে দেবেন। পঞ্চায়েত ইলেকশন কবে হবে, আমি ঘোষণা করে দেব। তাই কাজ করুণ চটপট। কাজে চমকানি থাকবে আমাকে যেহেতু হারাতে পারেনি।'

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন
ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি