মমতার 'স্বপ্নের তৃতীয় ফ্রন্ট' নিয়ে মন্তব্য প্রশান্ত কিশোরের, আই-প্যাকেই আস্থা তৃণমূল সুপ্রিমোর

প্রশান্ত কিশোর উড়িয়ে দিলেন থার্ড ফ্রন্টের কথা। তিনি বলেন দ্বিতীয় ফ্রন্টই পারবে বিজেপিকে হারাতে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আস্থা রেখেছেন প্রশান্ত কিশোরের ওপর। 

প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার সঙ্গে যোগাযোগ অক্ষুন্ন রয়েছে। আরও একবার জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা আইপ্যাকের সঙ্গেই  আগামী দিনে কাজ চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করে দিয়েছেন কিনি। প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান করছেন না। এই খরব জানানোর কয়েক দিন পরেই মমতা স্পষ্ট করে দিলেন আই-প্যাক ও তৃণমূল কংগ্রেসের সম্পর্ক। 

অন্যদিকে একটি সংবাদ চ্যানেলে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের আলোচনা হচ্ছে এই খবরে ঘাসফুল শবিরিও যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ অনেকেই মনে করেছিলেন আদর্শগত কারণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন কিশোর। কিন্তু তিনি যখন কংগ্রেসে যোগদান করছেন না তখন নতুন করে সম্পর্ক ছিন্ন করার কোনও প্রশ্নই নেই বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তির প্রথম দিকে তৃণমূলের অন্দরেও এজাতীয় উদ্বেগ ছিল ভোট কুশলীর কী ভূমিক হবে দলের অন্দরে। কিন্তু পরবর্তীকালে সেই সমস্যার দ্রুত সমাধানও হয়ে যায়। 

Latest Videos

অন্যদিকে প্রশান্ত কিশোর তৃণমূলের ভোট কুশলী হলেও স্পষ্ট করে জানিয়েছেন, তৃতীয় ফ্রন্ট বা থার্ড ফ্রন্ট বিজেপির বিরুদ্ধে লড়াই করে জয় হাসিল করতে পারবে না। বিজেপিকে পরাজিত করতে পারে একমাত্র দ্বিতীয় ফ্রন্ট। কিন্তু মমতা সর্বদাই তৃতীয়  ফ্রন্টের কথা বলে আসছেন। 

একটি সংবাদ চ্যানেলে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেন বিজেপিকে হারাতে একমাত্র সেকেন্ড ফ্রন্ট । তিনি আরও বলেন থার্ড ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে হারাতে পারে এজাতীয় কথা তিনি এখনও পর্যন্ত বিশ্বাস করেন না। তাঁর কথায় দ্বিতীয় ফ্রন্ট অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন জোটই পারে একমাত্র বিজেপিকে হারাতে। এক প্রশ্নের উত্তরে ভোট কুশলী বলেন এখনও পর্যন্ত কংগ্রেসই দেশের  দ্বিতীয় বৃহত্তম দল। বিজেপিকে হারানোর ক্ষমতাও রয়েছে সেই দলের মধ্যে।

অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কংগ্রেসকে বাদ দিয়েই জোট গঠনের কথা বলেছেন। তিনি কংগ্রেসকে বাদ দিয়েই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিতে ঐক্যবদ্ধ করতে একাধিক পদক্ষেপ করেছেন। তথা বলেছেন, শরদ পাওয়া, শিবসেনা, কেসিআর ও স্ট্যালিনের সঙ্গে। কিন্তু তাঁর দলেরই ভোট কুশলী জানিয়ে দিয়েছেন এজাতীয় প্রচেষ্ট কখনই সফল হবে না। যদিও কংগ্রেসের সঙ্গে কথা বলার সময়ই প্রশান্ত কিশোর চুক্তি পাকা করেছিলেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর-এর সঙ্গে। আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি কেসিআর-এ প্রধান ভোট কুশলী হয়ে কাজ করবেন বলেও জানিয়ে দিয়েছেন। 

'কংগ্রেসকে ব্ল্যাকমেল করতেই তৃণমূলকে ব্যবহার', দল ছেড়ে PK-কে কাঠগড়ায় তুললেন গোয়ার নেতা

রাহুল গান্ধীর জন্যই কি পিছিয়ে গেলেন প্রশান্ত কিশোর? কংগ্রেসে যোগদানে বাধা নিয়ে উঠছে প্রশ্ন

মাঝে মাঝেই কান চুলকায়, তাহলে এখন থেকে সাবধান হয়ে যান- নাহলে বড় বিপদ হতে পারে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের