ভোটের পরে মুখোশ খুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরপর ভিডিও প্রকাশ করে টুইট বঙ্গ বিজেপির

Published : Aug 30, 2021, 06:46 PM IST
ভোটের পরে মুখোশ খুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরপর ভিডিও প্রকাশ করে টুইট বঙ্গ বিজেপির

সংক্ষিপ্ত

রাজ্য বিজেপির টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ভিডিও পোস্ট করা হয়েছে। পরপর দুটি ভিডিও প্রকাশ করে টুইট রাজ্য বিজেপির।

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে এক কথা ও নির্বাচনের পরে অন্য কথা। এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখোশ খুলে পড়ছে। পরপর দুটি ভিডিও প্রকাশ করে টুইট রাজ্য বিজেপির। রাজ্য বিজেপির (BJP) টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ভিডিও পোস্ট করা হয়েছে। 

বিজেপির দাবি নির্বাচনের আগে ভুরি ভুরি মিথ্যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সবাই চাকরি পাবেন। সরকারি চাকরি মিলবে। রাজ্যে কোনও বেকার থাকবে না। কিন্তু নির্বাচনের পরে মমতার গলায় শোনা গিয়েছে পুরো উল্টো সুর। 

বিজেপির দাবি নির্বাচনের পরে বেকারদের চাকরি প্রসঙ্গে মমতা বলেন যে যা চাকরি পাবেন নিয়ে নেবেন। সবাই সরকারি চাকরির আশায় বসে থাকবেন না। এই দ্বিচারিতা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানায় বলে মন্তব্য করেছে বিজেপি। মমতার রাজ্যে কেউই শান্তিতে নেই বলে মন্তব্য করা হয়েছে। 

গেরুয়া শিবিরের মত, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে গোটা রাজ্য অন্ধকারে ডুবে রয়েছে। রাজ্যের যুবকদের ভবিষ্যত বিশ বাঁও জলে। 

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে